ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য

দক্ষিণ চীন সাগরে মালদ্বীপ ধাঁচের পর্যটন কেন্দ্র বানাবে বেজিং

প্রকাশিত: ০৩:৫৬, ২৮ মে ২০১৬

দক্ষিণ চীন সাগরে মালদ্বীপ  ধাঁচের পর্যটন কেন্দ্র  বানাবে বেজিং

চীন বিতর্কিত দক্ষিণ চীন সাগরের কিছু দ্বীপকে মালদ্বীপ ধাঁচের পর্যটনকেন্দ্র বানাতে চায়। যেখানে থাকবে না কোন সামরিক উপস্থিতি। দেশটির রাষ্ট্রীয় একটি পত্রিকা একজন শীর্ষ কর্মকর্তার বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর ডন এনডিটিভির। বিতর্কিত দ্বীপগুলোতে বেসামরিক নাগরিকদের উপস্থিতি বাড়িয়ে কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে চীন ২০১৩ সালে পরীক্ষামূলকভাবে পর্যটকদের প্রমোদতরীতে করে দক্ষিণ চীন সাগরে ভ্রমণের আয়োজন শুরু করে। চীন সম্পদ সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকা নিজের বলে দাবি করে। প্রতিবেশী দেশ ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপিন্স, তাইওয়ান ও ভিয়েতনামও একই দাবি করে। এ পথে প্রতিবছর পাঁচ ট্রিলিয়ন ডলারের নৌবাণিজ্য সংঘটিত হয়। সরকারী পত্রিকা চায়না ডেইলিকে দেয়া এক সাক্ষাতকারে সানশা নগরীর মেয়র শিয়াও জিয়ে বলেন, তিনি মনে করেন, মালদ্বীপের মতো ওইসব দ্বীপ পর্যটকদের কাছে প্রধান আকর্ষণে পরিণত হবে। তিনি আরও বলেন, ‘নির্দিষ্ট সংখ্যক পর্যটকদের জায়গা দিতেই আমরা কিছু দ্বীপ ও প্রবাল দ্বীপকে বেছে নেব। যেখানে থাকবে না কোনো সামরিক উপস্থিতি।’ ‘ধাপে ধাপে এবং সুশৃঙ্খলভাবে এ কাজ এগিয়ে যাবে,’ যোগ করেন শিয়াও। তিনি বলেন, দ্বীপগুলোতে নৌবিমান ভ্রমণ, বিয়ের উৎসব, মাছ ধরা এবং ডুবুরিদের প্রতিযোগিতা হবে। তিনি আরও বলেন, পর্যটকদের উপস্থিতিতে ডুবুরি ও সার্ফারদের প্রয়োজন বেড়ে যাবে।
×