ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্ত্রীর সন্তান প্রসবে সহায়তাকারী ডাক্তারকে গুলি

প্রকাশিত: ০৩:৫৬, ২৮ মে ২০১৬

স্ত্রীর সন্তান প্রসবে সহায়তাকারী ডাক্তারকে  গুলি

স্ত্রীকে সন্তান প্রসবে সহায়তা করায় এক পুরুষ ডাক্তারকে গুলি করেছে এক সৌদি স্বামী। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ হসপিটালে এ ঘটনা ঘটে। সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়, এক নবজাতকের পিতা বৃহস্পতিবার হাসপাতালে ঢুকে জানতে চায় কে তার স্ত্রীকে সন্তান প্রসবে সহায়তা করেছেন। তিনি তাকে এ জন্য ধন্যবাদ দিতে চান। সৌদি নিউজসাইট সাবক শুক্তবার এ খবর দিয়েছে। সৌদি নারীকে সন্তান প্রসবে সহায়তাকারী জর্দানী ডাক্তার মুহাম্মদ আল জাবন হাসপাতালের বাগানে নবজাতকের পিতার সঙ্গে সাক্ষাত করেন। কথাবার্তার এক পর্যায়ে তিনি তার পোশাকের মধ্য থেকে লুকানো বন্দুক বের করে ডাক্তারকে লক্ষ্য করে গুলি করে। গুলির শব্দ শুনে চিকিৎসা কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে ঐ ডাক্তাকে প্রথমে জরুরী বিভাগে নিয়ে যান এবং পরে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করেন। গুলিবর্ষণকারী সৌদিকে পরে গ্রেফতার করা হয়েছে। - পিটিআই
×