ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জঙ্গী গোষ্ঠীটির নতুন নেতার নাম ঘোষণার পর ওবামার সতর্কবাণী

তালেবান এখনও হত্যাকাণ্ড চালিয়ে যেতে বদ্ধপরিকর

প্রকাশিত: ০৩:৫৫, ২৮ মে ২০১৬

তালেবান এখনও হত্যাকাণ্ড চালিয়ে যেতে বদ্ধপরিকর

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উগ্রপন্থী তালেবান দল আফগানিস্তানে হত্যাকা- চালিয়ে যাবে বলে সতর্ক করে দিয়েছেন। এতে নতুন আফগান তালেবান নেতার সঙ্গে শান্তি আলোচনার আশা ভঙ্গ হওয়ারই আভাস পাওয়া গেল। খবর এএফপির। ওবামা বৃহস্পতিবার জাপানে সাংবাদিকদের কাছে বিদ্রোহীরা শীঘ্রই আলোচনার টেবিলে আসবে কিনা এ নিয়ে তার সন্দেহ স্পষ্ট করে তোলেন। জাপানে তিনি সাত জাতি গ্রুপের (জি-৭) নেতাদের সঙ্গে বৈঠক করছেন। তিনি বলেন, তালেবান সহিংসতা চালিয়ে যাবে বলে আমাদের ধারণা। ওবামার ঐ বক্তব্য রাখার এক দিন আগে জঙ্গীরা হায়েবাতুল্লাহ আখুন্দজাদাকে তাদের নতুন নেতা বলে ঘোষণা করে। এক মার্কিন ড্রোন হামলায় মোল্লা আখতার মনসুর নিহত হওয়ার পর ত্বরিত ক্ষমতার হাত বদলের ঘটনায় ধর্মীয় নেতা আখুন্দজাদাকে নতুন নেতা নিয়োগ করা হয়। আখুন্দজাদা আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনা এড়িয়ে যেতে তার সাবেক নেতাকে অনুসরণ করবেন কিনা তা নিয়ে বিশ্লেষকরা নিশ্চিত নন। ওবামা স্বীকার করেন যে, তিনি কখনও আলোচনায় আগ্রহী এমন কাউকে চরমপন্থী দলটির নেতা হতে দেখছেন না। তিনি সাংবাদিকদের বলেন, কোন উদারপন্থী গণতন্ত্রমনা নেতা নিযুক্ত হবেন বলে আমি প্রত্যাশা করছি। তিনি বলেন, আমার আশা এই যে, এমন সময় আসুক যখন তালেবান তাদের কি করতে হবে তা বুঝবে এবং সরকারের সঙ্গে সংলাপ শুরু করবে। অবশ্য এটি ঘটবে বলে আমার মনে হয় না। ওবামা বলেন, এটি যে শীঘ্রই ঘটতে যাচ্ছে তা নিয়ে আমার মনে সন্দেহ রয়েছে। পাকিস্তানে তালেবানের এক উর্ধতন সূত্রে এএফপিকে যা বলা হয়, তাতে ওবামার মন্তব্যই জোরদার হয়। জঙ্গীদের অবস্থানে কোন পরিবর্তন ঘটবে না বলে ঐ সূত্রে জানানো হয়। শনিবার পাকিস্তানেই মনসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হন। আখুন্দজাদা নেতা ঘোষিত হওয়ার পর ঐ সূত্রে বুধবার বলা হয়, আমরা ন্যাটো ও মার্কিন সৈন্যদের আক্রমণকারী বলে গণ্য করি এবং আমাদের প্রতিরোধ আন্দোলন চলবে। একই সূত্রে বলা হয়, মনসুরের ওপর হামলা থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে শান্তি আনতে আন্তরিক নয় বলে প্রমাণিত হয়। কাজেই নেতৃত্ব পরিষদ নতুন সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত যে কোন পর্যায়ের শান্তি আলোচনা স্থগিত থাকবে। আফগানিস্তানে হাই পিস কাউন্সিলের এক কর্মকর্তা শান্তি আলোচনার বিষয়ে সতর্কভাবে কথা বলেন। তিনি বলেন, আখুন্দজাদা অন্তত আপাতত রাজনৈতিক সংলাপে নাও উৎসাহী হতে পারেন। তবে কাউন্সিল শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেসিডেন্ট আশরাফ গনি বৃহস্পতিবার টুইটারে আরও কট্টর মনোভাব ব্যক্ত করেন। তিনি বলেন, তালেবান দলগুলোর সহিংসতার অবসান ঘটানোর /তাদের অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবন শুরু করার আরও একটি সুযোগ রয়েছে। নইলে তাদেরও তাদের নেতার মতো একই ভাগ্য বরণ করতে হবে।
×