ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে করদাতাদের উদ্বুদ্ধকরন কর্মশালা

প্রকাশিত: ০০:০৬, ২৭ মে ২০১৬

জয়পুরহাটে করদাতাদের উদ্বুদ্ধকরন কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়ন এবং অটোমেশন বিষয়ে ব্যবসায়ী ও ভোক্তাগনের সচেতনতা বৃদ্ধি ও করদাতা উদ্বুদ্ধকরনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে জয়পুরহাট কাষ্টমস, এক্সাইস ও ভ্যাট বিভাগীয় কর্মকর্তা মোঃ আবদুল্লা সরকারের সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের কাষ্টমস, এক্সাইস ও ভ্যাট দপ্তরের অতিরিক্ত কমিশনার মোঃ মোয়াজ্জেম হোসেন। সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জয়পুরহাট ইটভাটা মালিক সমিতির সভাপতি মোজাহার আলী প্রদান ও জয়পুরহাট কাষ্টমস এর সহাকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম।
×