ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেশে আইনের শাসন নেই:নজরুল

প্রকাশিত: ২৩:৩৯, ২৭ মে ২০১৬

দেশে আইনের শাসন নেই:নজরুল

স্টাফ রিপোর্টার ॥ গণতন্ত্রের জন্য মহান মুক্তিযুদ্ধ হলেও দেশে আজ সেই গণতন্ত্র অনুপস্থিত এবং আইনের শাসন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান । তিনি বলেন, দেশে সভা-সমাবেশ করার অধিকারও নেই। অনির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে, আর বিএনপির নির্বাচিত মেয়ররা আজ কারাগারে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চারদিকে আজ শুধুই গুম-খুন চলছে এমন অভিযোগ করে এ থেকে মুক্তি পেতে এবং হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, আজ ব্যাংক ও শেয়ারমার্কেট লুট হয়ে গেছে। এমনকি বাংলাদেশ ব্যাংক পর্যন্ত লুট হয়ে গেলো। অথচ কেউ এটার দায়িত্ব নিচ্ছে না। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইফুল ইসলাম পটু, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, দফতরর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।
×