ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্বতীপুর রেলের কোয়াটার দখল করে ব্যক্তিগত বাড়ী নির্মান

প্রকাশিত: ২২:৩৯, ২৭ মে ২০১৬

পার্বতীপুর রেলের কোয়াটার দখল করে ব্যক্তিগত বাড়ী নির্মান

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ॥ পার্বতীপুরে রেলের বাসা-বাড়ী হরি-লূট হচ্ছে। দেখার কেউ নেই । রেল জংশন ষ্টেশনের পশ্চিম পার্শ্বে নিউ কলোনীতে আজ শুক্রবার সকালে গেলে দেখা যায় রেলের কোয়াটার দখল করে অবকাঠামো পরিবর্তন করে প্রায় ১২ শতক জায়গায় নির্মান করা হচ্ছে ঘর-বাড়ী। বাড়ীর গৃহকত্রী লাইজু (৩৫) জানায় তার স্বামী মোঃ রফিকুল ইসলাম একজন চাকুরিজীবি । বর্তমানে তার কর্মস্থলে রয়েছেন। জায়গাসহ কোয়াটার জনৈক মাবুদের কাছ থেকে পজেশন কিনে অবকাঠামো ভেঙ্গে নিজেদের মত করে বাসা-বাড়ী নির্মান করছেন। অনেকের মত আমরাও এ কাজ করছি । এ ব্যাপারে রেলের ভূমি-দপ্তরের ফিল্ড কানুনগো , আই ও ডাব্লু সহ অনান্যদের মৌখিক পারমিশন নিয়েছেন । এ ছাড়াও পৌরসভার হোল্ডিং খোলা হয়েছে বলে জানান । তবে ফিল্ড কানুনগো মনোয়ার হোসেন ও আই. ও ডাব্লু তহিদুল ইসলাম এ কথা অস্বীকার করে বলেছেন প্রশ্নই উঠে না । আমরা কি এভাবে অনুমতি দিতে পারি? সম্পূর্ন গায়ের জোরে বে আইনীভাবে তারা এ কাজ করছে। এ ব্যাপারে জি আর পি থানায় মামলা দায়ের করা হবে।
×