ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে ইউ,পি,নির্বাচনকে কেন্দ্র করে সিসি ক্যামেরা

প্রকাশিত: ২০:৫৮, ২৭ মে ২০১৬

দুর্গাপুরে ইউ,পি,নির্বাচনকে কেন্দ্র করে সিসি ক্যামেরা

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর (নেত্রকোনা) ॥ জেলার দুর্গাপুরে ২৮ মে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা। বাদ যায়নি ডিজিটালাইজড সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা নিরাপাত্তার আওতায় আরও বেশি জোরদার হয়েছে, উপজেলা প্রশাসন চত্ত্বর ও আবাসিক এলাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনূর রশীদ প্রতিনিধিকে বলেন এই সিসি ক্যামেরা ব্যবস্থা শুধু নির্বাচনের জন্য নয়। এখন থেকে স্থায়ী ভাবেই এ ব্যবস্থা চালু রাখা হবে। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোকলেছুর রহমান বলেন আমরা আশা করছি এই উপজেলার নির্বাচন সুষ্ট ভাবেই সম্পন্ন হবে। ইতিমধ্যে আমাদের নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তÍুতি সম্পন্ন হওয়ার পথে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক বলেন এবারের নির্বাচনে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ২৪৮ জন, সংরক্ষিত মহিলা আসনে ৭৫ জন প্রতিদ্বন্বিতায় অংশ গ্রহন করছেন। উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে কুল্লাগড়া, বিরিশিরি, দুর্গাপুর, চন্ডিগড়, গাঁওকান্দিয়া, বাকলজোড়া ও কাকৈরগড়া।
×