ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন-পুরনো মিলিয়ে যাঁরা ঠাঁই পেলেন মন্ত্রিসভায়

প্রকাশিত: ১৮:৪৭, ২৭ মে ২০১৬

নতুন-পুরনো মিলিয়ে যাঁরা ঠাঁই পেলেন মন্ত্রিসভায়

অনলাইন ডেস্ক ॥ মালদহ আর দার্জিলিং থেকে তৃণমূলের কেউ জেতেনি। এই দুই জেলা বাদে বাকি সব জেলার প্রতিনিধিত্ব নিয়েই নতুন মন্ত্রিসভা গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪২ জনের মন্ত্রিসভায় ১৮ জন নতুন মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্ত্রিসভার মহিলা সদস্য চার জন। রাজভবন থেকে বেরোনের পর কিছুটা নজিবিহীন ভাবেই মন্ত্রিসভার নাম ঘোষণা করে দিলেন মমতা নিজেই। কৌতুহল ছিল নারদ কাণ্ডে অভিযুক্তরা এ বার মন্ত্রিসভায় থাকেন কি না। বিশেষত নির্বাচনী প্রচারে মমতার ‘আগে জানলে দাঁড় করানো নিয়ে ভাবতাম’ জাতীয় মন্তব্যের পর এই জল্পনা বেড়েছিল। কিন্তু বিপুল জয়ের গৌরবে এ সব কিছু উপেক্ষা করে নারদ কাণ্ডে অভিযুক্ত দুই জয়ী মন্ত্রীকেই (সুব্রত এবং ফিরহাদ) রেখে দিলেন তিনি। উল্টে মন্ত্রিসভায় নতুন আনলেন আরও দুই অভিযুক্ত শোভন চট্টোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে। দেখে নিন মমতার দ্বিতীয় মন্ত্রিসভার ৪২ জনকে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×