ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রয়োজনীয় সংখ্যক রিপাবলিকান ডেলিগেট সমর্থন পেলেন ট্রাম্প

প্রকাশিত: ০৮:০৫, ২৭ মে ২০১৬

প্রয়োজনীয় সংখ্যক রিপাবলিকান ডেলিগেট সমর্থন পেলেন ট্রাম্প

জনকণ্ঠ ডেস্ক ॥ আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পেতে প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমর্থন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পার্টি সূত্রের বরাত দিয়ে এপির খবরে এ কথা বলা হয়েছে। রিপাবলিকান দলের মোট ১৬ মনোনয়ন প্রত্যাশীকে হারিয়ে এক হাজার ২শ’ ৩৮ ডেলিগেটের সমর্থন পেয়েছেন এই মার্কিন ধনকুবের। মনোনয়নের জন্য তার এক হাজার ২শ’ ৩৭টি ডেলিগেট ভোটের দরকার ছিল। খবর বিবিসি অনলাইনের। ট্রাম্পকে সমর্থন দেয়া ডেলিগেটরা জানিয়েছেন, আগামী জুলাইয়ে দলের কনভেনশনে তারা সমর্থন দেবেন তাকে। অভিবাসীবিরোধী, সাম্প্রদায়িক ও বর্ণবাদী নানান বক্তব্য দিয়েও এই রাজনীতিক মনোনয়ন পাওয়ার লড়াইয়ে প্রয়োজনীয় ডেলিগেট ভোট পেলেন।
×