ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহীন রেজা

তনুর জন্য, এই বৈশাখে

প্রকাশিত: ০৬:৫৮, ২৭ মে ২০১৬

তনুর জন্য, এই বৈশাখে

আকাশ কাঁপছে একা বাতাসেও স¦করুন সুর এইতো এখানে তনু এইবুকে কে বলেছে দূর মৃত্তিকা জড়িয়ে দেহে লতাগুলো কী নিবিড় সুখে তনুকে আগলে রাখে সময়েরা প্রজাপতি বুকে চৈতালী শালিক জানে কতোটুকো জীবনের ঋণ কিভাবে মিটাবে তৃষা কার হাতে শোণীতের বীণ জীবন খেলেছে হোলি সবরঙ নিশুতির গায়ে উড়াও ভীষন পাল ধরো হাল কোজাগরী নায়ে বোশেখে শপথ নাও তনুদের যে করেছে লাশ ভূমিতে লুটাবে তারা ঘৃণাবনে তাহাদেরি বাস এ জাতি বীরের জাতি লড়ে যায় অকৃপণ ধারা নিমিষে নিধন সব অসুরেরা কাছে দূরে যারা ।
×