ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রেহমান সিদ্দিকের দুটি কবিতা

প্রকাশিত: ০৬:৫৭, ২৭ মে ২০১৬

রেহমান সিদ্দিকের দুটি কবিতা

লড়ে যাচ্ছি লড়ে যাচ্ছি, একা তোমাকে কতবার ফোন করলাম ধরলা না মেসেজ পাঠালাম, জবাবও দিলা না যুদ্ধক্ষেত্রে বারবার তবু তোমাকে মনে পড়ে কেন? উদ্বিগ্ন আমি কতগুলো সিদ্ধান্তের দিকে দ্রুত হাত বাড়ানোর জন্যে তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম তোমার মাধ্যমে প্রিয় পাঠকের সঙ্গেও তুমি পাত্তাই দিলা না তোমার সঙ্গে কথা বলার ইচ্ছে এখনও বুকের গভীরে জেগে আছে কেন? দরকারি কিছু কাজ দ্রুত সেরে ফেলা প্রয়োজন সে সকল বিষয়ে আলোচনার জন্যে? ডাক্তার আমার হাতে তুলে দিয়েছেন একটি মাত্র অস্ত্র : রেডিয়েশন তাই দিয়ে লড়ে যাচ্ছি দীর্ঘদিন কঠিন ক্যান্সারের সঙ্গে ** স্বপ্নসেতু স্রোতের মাতাল টানে ভেঙে যাচ্ছে মাটির পাঁজর নিয়ত উঠছে জেগে দুঃখচর, ধু-ধু মরুভূমি বসতি উচ্ছেদ হলে রথচাকা থমকে দাঁড়ায় প্রত্যহ যাপন করি যাযাবর, উদ্বাস্তু জীবন লঞ্চের পেটের মধ্যে ঢুকে-ঢুকে, ট্রলারে-নৌকায় কতকাল পার হবো রহস্যের খরস্রোতা নদী প্রবল ঢেউয়ের তোড়ে ডুবে যাচ্ছে আজও জলযান আমাকে পায় না খুঁজে ঘূর্ণিজলে ডহর ডুবুরী একটি সেতুর জন্যে দীর্ঘকাল অপেক্ষায় আছি শিরায় জলের শব্দ, ধমনিতে বৈঠার আওয়াজ শোণিতে প্রপিতামহ রাতদিন ঠেলছে উজান এখনও ভাটির গাঙে পিতামহ টেনে যাচ্ছে গুণ দূর থেকে পাল তুলে ভেসে আসে কালকণ্ঠস্বর সহসা নির্মিত হবে স্বপ্নসেতু পদ্মার ওপর
×