ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এক নজরে মুনতাসীর মামুন

প্রকাশিত: ০৬:৫২, ২৭ মে ২০১৬

এক নজরে মুনতাসীর মামুন

পূর্ণনাম : মুনতাসীর উদ্দিন খান মামুন পরিচিতি নাম : মুনতাসীর মামুন পিতা : মিসবাহউদ্দিন খান মাতা : জাহানারা বেগম জন্ম তারিখ : ২৪ মে ১৯৫১ জন্মস্থান : আশেক লেন, ইসলামপুর, ঢাকা (নানাবাড়ি) পৈত্রিক নিবাস : গুলবাহার, কচুয়া, চাঁদপুর স্ত্রী : ফাতেমা মামুন সন্তান : মেসবাহউদ্দিন মুনতাসীর, নাবীল মুনতাসীর, রয়া মুনতাসীর শিক্ষা : চট্টগ্রাম পোর্ট ট্রাস্ট প্রাইমারি ও হাইস্কুল, চট্টগ্রাম কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী। একই বিভাগ থেকে ইতিহাসবিদ সালাহউদ্দীন আহমদের তত্ত্বাবধানে ১৯৮৩ সালে পিএইডি ডিগ্রী অর্জন। প্রথম গ্রন্থ : গল্প বলি, ১৯৬৯ সালে সত্যেন সেন ও আহমদ ছফার প্রচেষ্টায় ‘কালি ও কলম’ প্রকাশনা থেকে প্রকাশিত। প্রকাশিত গ্রন্থ সংখ্যা : এ যাবত প্রকাশিত হয়েছে ৩০৯টি। বিষয়ভিত্তিক উল্লেখ- পূর্ববঙ্গ (৩৩), বাংলাদেশ (২৪), মুক্তিযুদ্ধ (৫০) ঢাকা (৪৬), ইংরেজি গ্রন্থ (২১), পঞ্জি (১৪), অনুবাদ (৯), গল্প (২), শিশু-কিশোর সাহিত্য (২৪), প্রবন্ধ (১৮), সমগ্র (৩৯), বিবিধ (১৬), অন্যান্য (১৩)। সিরিজ সম্পাদক হিসেবে ৭৪টি গ্রন্থ সম্পাদনা করেছেন। পুরস্কার-সম্মাননা : প্রেসিডেন্ট পুরস্কার (অষ্টম শ্রেণীতে অধ্যয়নকালে), একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, বঙ্গীয় সাহিত্য পরিষৎ পুরস্কার (এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি), অগ্রণী ব্যাংক পুরস্কার, ইতিহাস পরিষদ পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার, লেখক শিবির পুরস্কার, নূরুল কাদের ফাউন্ডেশন পুরস্কারসহ অসংখ্য সম্মাননা-পুরস্কার পেয়েছেন। সাম্মানিক অর্জন : অধ্যাপক, গবেষক-প্রাবন্ধিক হিসেবে বিদেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থায় ফেলো ও বক্তার সম্মান অর্জন করেন। কিছু উল্লেখ-কিতাকিস্যু ইনস্টিটিউট অব টেকনোলজি-জাপান, ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স-নেদারল্যান্ড, ইতিহাস বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়-ভারত, মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট, ইন্ডিয়ান কাউন্সিল ফর হিস্টোরিক্যাল রিসার্চ, রবীন্দ্র-ভারতী বিশ্ববিদ্যালয় প্রভৃতি। ভ্রমণ : ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, চীন, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সৌদি আরবসহ বিশ্বের নানা দেশ ভ্রমণ করেছেন শখে, পেশাগত কারণে, সভা-সেমিনারে যোগ দিতে।
×