ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৬:৪৫, ২৭ মে ২০১৬

ফ্যাশন সংবাদ

ডিমান্ড তারুণ্যের ফ্যাশন হাউস ডিমান্ড ঢাকার মিরপুরে তাদের ৫ম শাখার যাত্রা শুরু করল। গত ১৯-০৫-১৬ তারিখে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মিরপুরে শুরু হয় পথচলা। তারুণ্যের পছন্দকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে পুরো শোরুমটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় মডেল ও চিত্রনায়ক নিরব। আরও উপস্থিত ছিলেন ফ্যাশন হাউসের কর্ণধার রাসেল মাহমুদ, ডিমান্ডের ব্র্যান্ড এ্যাম্বাসেডর মডেল ইমরান এবং দৈনিক পত্রিকা ও টেলিভিশনের লাইফস্টাইল বিভাগের গণ্যমান্য সাংবাদিকগণ। ইতোমধ্যে ডিমান্ডের সবগুলো শোরুম সেজেছে পবিত্র ঈদ-উল-ফিতরের নিত্য নতুন পোশাক নিয়ে। যোগাযোগ (শোরুম) : ক্যাপিটাল সিরাজ মার্কেট বেইলি রোড (তৃতীয় তলা), জলেশ্বরী তলা (বগুড়া), জামান টাওয়ার নারায়ণগঞ্জ (নিচতলা), সাভার সিটি সেন্টার (প্রথম তলা)। ট্রাস্ট মার্টে এক্সক্লুসিভ কালেকশন সব বয়সীদের ট্রেন্ডি সব পোশাকের সমাহার নিয়ে সেজেছে ট্রাস্ট মার্টের আউটলেট। ট্রাস্ট মার্টের জমকালো পোশাকের মধ্যে রয়েছে ছেলেদের জন্য স্যুট-ব্লেজার, শার্ট, টি-শার্ট, জিন্স, গ্যাবার্ডিন ইত্যাদি। মেয়েদের ফ্যাশনেবল অনুষঙ্গেরও কমতি নেই। কুর্তি, জিন্স, টপস, সালোয়ার কামিজ, প্লাজো, ওড়না, ফতুয়া, শার্ট, টি-শার্ট। ট্রাস্ট মার্টের বিশেষ সংগ্রহের মধ্যে রয়েছে শেরওয়ানি, পাঞ্জাবি, পাগড়ি, নাগ্রা, গাউন, লেহেঙ্গাসহ এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন। যোগাযোগ : ট্রাস্ট মার্ট, লেভেল-জিএফ, দোকান নং- ১৮, ১৯, ২০ [ গ্রাউন্ড ফ্লোর ], যমুনা ফিউচার পার্ক, বারিধারা, ঢাকা-১২২৯। মোবাইল : ০১৭১২০৪৭৭৩০। মুসলিম কালেকশন মুসলিম কালেকশন এক্সক্লুসিভের তৃতীয় বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হলো গতকাল বুধবার (২৫ মে ২০১৬)। মুসলিম গ্রুপের চেয়ারম্যান মোঃ মুসলিমের সভাপতিত্বে তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও কেরানীগঞ্জ শাখাপ্রধান আলতাফ আলী খান, এবি ব্যাংক লিমিটেডের জিনজিরা শাখার ব্যবস্থাপক এম এ মালেক, বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির সভাপতি আবুল হোসেন মজুমদার ও অভিনেতা শিপন। তারুণ্যের ব্রান্ড মুসলিম কালেকশনের নিয়মিত আয়োজনের পাশাপাশি ২০১৩ সালে ঢাকার কেরানীগঞ্জে জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় বিশাল পরিসরে যাত্রা শুরু করে ‘মুসলিম কালেকশন এক্সক্লুসিভ’। ৩০/৩১ জেলা পরিষদ মার্কেট (২য় তলা), কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০। ফোন : ০২-৭৭৬২৬৩৬, হট লাইন : ০১৭৬১৫২২২২১। আনিছা বুটিক্স ঈদে আনিছা বুটিক্সে এসেছে মেয়েদের নান্দনিক ড্রেস। থ্রি-পিস, জামদানি শাড়ি, ওড়না, হিজাব, বোরকাসহ সব ধরনের পোশাক এবং কসমেটিক্স দ্রব্যও পাওয়া যাবে। উল্লেখ্য, এখানে সুদক্ষ কারিগর দারা সুতি ও হাফ সিল্ক জামদানি শাড়ি নিজস্ব তাতে তৈরি করা হয় এবং খুচরা ও পাইকারি শাড়ি বিক্রি করা হয় এবং জামদানি শাড়ি ওয়াশ করা হয় বলে জানান, আনিছা বুটিক্সের কর্ণধার মোঃ আলী আকবর। যোগাযোগ : সাইলোরোড, মুন্সীপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। মোবাইল : ০১৭৪৮৯৩০৭৭৯। ব্যাঙ গ্রীষ্মের ভয়াবহ দাবদাহের কারণে এই সময়ে পোশাক পরতে হয় তাপ সহনীয় এবং আরামদায়ক পোশাক। তাই ফ্যাশন হাউসগুলোতে এই গ্রীষ্মে আরামদায়ক পোশাক তৈরিতে ব্যস্ত। এই অসহনীয় তাপরোধী কাপড় হিসেবে হালকা কালারের কাপড়ের পোশাকই ফ্যাশনপ্রেমীদের পছন্দ। এই গ্রীষ্মে ব্যাঙ তারুণ্যের সৌখিনতা ও পছন্দের সঙ্গে সামঞ্জস্য রেখে বেশ রুচিশীল ও উৎসবনির্ভর পোশাক তৈরি করছে। ব্যাঙ বাংলা নববর্ষের নিজের সৃজনশীলতায় রাঙিয়ে তৈরি করছে একেবারে আলাদা স্টাইলের পোশাক। দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাঙে পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া, কাতুয়া, প্যান্ট, পাঞ্জাবিসহ নানারকম মানানসই পোশাক। রঙ বাংলাদেশ দেশব্যাপী ছড়াতে চায় রঙ বাংলাদেশ। পৌঁছাতে চায় সবার কাছে। সেই লক্ষ্যে এবার বগুড়ায় হাজির হচ্ছে এর ক্যারাভান। রোজার প্রথম সপ্তাহেই বগুড়াবাসীদের জন্য খুলে যাচ্ছে নতুন শোরুমের দরজা। বগুড়া [জঞঋ নড়ড়শসধৎশ ংঃধৎঃ: }থএড়ইধপশ[জঞঋ নড়ড়শসধৎশ বহফ: }থএড়ইধপশআউটলেটের ঠিকানা : আর ডি টাওয়ার (২য় তলা), শহীদ আবদুল জব্বার সড়ক, জলেশ্বরীতলা কালীমন্দির মোড়, বগুড়া।
×