ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষক অধ্যাপক সাইফুজ্জামানের চিকিৎসায় এগিয়ে এলো ইবি পরিবার

প্রকাশিত: ০৬:১৮, ২৭ মে ২০১৬

শিক্ষক অধ্যাপক সাইফুজ্জামানের চিকিৎসায় এগিয়ে এলো ইবি পরিবার

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানের চিকিৎসায় এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয় পরিবার। শিক্ষক-কর্মকর্তাদের বেতনের একটি অংশ ভিসি বরাবর অর্থ হস্তান্তর করেছে শিক্ষক-কর্মকর্তারা। জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভিসি কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের পক্ষ থেকে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন ১ দিনের বেতন এবং কর্মকর্তাদের পক্ষ থেকে কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আবুল আহসান অর্ধদিবসের বেতন ভিসি অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের কাছে তুলে দেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক হলের পক্ষ থেকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা প্রোভোস্ট কাউন্সিলের সভাপতি ইকবাল হোসাইল ভিসির কাছে তুলে দেন। পার্বত্য চট্টগ্রামে হরতাল পালন সেনাক্যাম্প প্রত্যাহার পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাক্যাম্প প্রত্যাহারে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতিবাদে ও ২০০১ সালের ভূমি আইন পুনর্বিবেচনার দাবিতে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের ডাকে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের কারণে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দোকানপাট খোলেনি। হরতালের সমর্থনে সকাল থেকে কোন ধরনের পিকেটিং চোখে না পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সর্তক অবস্থায়। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ মে ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর চার রিজিয়ন রেখে বাকি সেনা ক্যাম্প পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দেন। নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি থেকে জানান, তিন পার্বত্য জেলায় বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
×