ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ঝড়ে পড়া আম নিয়ে বিপাকে চাষী, পানির দরে বিক্রি

প্রকাশিত: ০৬:১৮, ২৭ মে ২০১৬

রাজশাহীতে ঝড়ে পড়া আম নিয়ে বিপাকে চাষী, পানির দরে বিক্রি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ঝড়ে পড়া আম নিয়ে বিপাকে পড়েছেন রাজশাহীর আম সমৃদ্ধ উপজেলা চারঘাট, বাঘা ও আড়ানী এলাকার আম চাষীরা। আধাপাকা এসব আম এখন পানির দরে বিক্রি করছেন তারা। ঝড়ে পড়া আম এলাকার মোড়ে মোড়ে প্রতি কেজি ৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে চাষীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় আম চাষীরা জানান, বুধবার দুপুর দেড়টার দিকে কালবৈশাখীর তা-রে বাঘা ও চারঘাট উপজেলার আড়ানী ও বাউসাসহ বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ আম, লিচু, কলা, পেঁপেসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। গাছ থেকে পড়েছে কাঁচা ও আধাপাকা আম। উপজেলার দিঘা গ্রামের আম বাগান মালিক ময়েন উদ্দিন জানান, তার বাগানে প্রতিটি গাছে প্রচুর আম ছিল। হটাৎ ঝড়ে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। তারমত অনেক অনেক আমচাষী এখন বিপাকে পড়েছেন। ফলে ঝড়ে পড়া এসব আম পানির দরে বিক্রি করতে হচ্ছে। আড়ানীর গোচর এলাকায় ঝড়ে পড়া আমের পাইকারি ক্রেতা লিখন সরকার বলেন, ঝড়ে পড়া আম কিনে ঢাকায় পাঠান তিনি। এসব আম সাধারণত আচার তৈরির জন্য ক্রেতরা কিনে নেন। আম ৫ টাকা থেকে ৮ টাকা দরে চাষীদের কাছ থেকে কিনছেন বলে জানান তিনি। বিনামূল্যেও ওষুধ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৬ মে ॥ বাউফল হাসপাতালের পিছনে গুলশানপাড়া সড়কের পাশ থেকে বৃহস্পতিবার দুপুরের দিকে এক বস্তা মেয়াদোত্তীর্ণ সুখী নামের জন্মনিয়ন্ত্রণের বড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। সরকার জন্ম নিয়ন্ত্রণের জন্য বিনামূল্যে এ বড়িগুলো হাসপাতালে সরবরাহ করেছিল।
×