ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ॥ গর্ভপাত

প্রকাশিত: ০৬:১৮, ২৭ মে ২০১৬

যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ॥ গর্ভপাত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ৫০ হাজার টাকা যৌতুক না পেয়ে স্বামী ও তার পরিবারের লোকজন অন্তঃসত্ত্বা গৃহবধূকে সাতদিন আটকে রেখে অমানুষিক নির্যাতন করেছে। এতে ওই গৃহবধূর গর্ভপাত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় বুধবার রাতে ওই গৃহবধূকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল গ্রামে। নির্যাতনের শিকার গৃহবধূ মুলাদী উপজেলার রামারপোল গ্রামের মৃত সেকান্দার হাওলাদারের কন্যা সেলিনা বেগম (২৫) অভিযোগ করেন, দেড় বছর পূর্বে বোরাদী গরঙ্গল গ্রামের দুলাল খানের পুত্র আনোয়ার খানের (৩০) সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় স্বামী ও তার পরিবারের দাবিকৃত বিভিন্ন আসবাবপত্র, স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল যৌতুক হিসেবে পরিশোধ করা হয়। সেলিনা আরও জানান, বিয়ের আট মাস পর তার স্বামী আনোয়ার খান বিদেশ যাওয়ার জন্য ফের ৭০ হাজার টাকা যৌতুক নেয়। পুনরায় ৫০ হাজার টাকা যৌতুক আনার জন্য আনোয়ার ও তার পরিবারের সদস্যরা চাপ প্রয়োগ করে। এতে অস্বীকৃতি জানালে গত ১৭ মে রাতে স্বামী ও তার পরিবারের সদস্যরা সেলিনাকে চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সেলিনা বেগমকে অমানুষিক নির্যাতন করে। একপর্যায়ে সাতদিন আটকে রেখে অমানুষিক নির্যাতন করা হয়। স্থানীয় ইউপি সদস্য সহিদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতি বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহায়তায় মঙ্গলবার রাতে মুমূর্ষু অবস্থায় সেলিনাকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে সেলিনার স্বামী আনোয়ার খান ও তার পরিবারের সদস্যরা আত্মগোপন করেছে। গৌরনদী হাসপাতালের চিকিৎসক ডাঃ মীর মহিউদ্দিন জানান, অমানুষিক নির্যাতনে সেলিনার গর্ভপাত হয়েছে। তিনি আরও জানান, প্রচ- রক্ত ক্ষরণ অব্যাহত থাকায় বুধবার রাতে সেলিনাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন জানান, নির্যাতিত গৃহবধূ সেলিনা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। করিমগঞ্জে বোরো ধান ক্রয় শুরু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৬ মে ॥ করিমগঞ্জ উপজেলায় শুরু হয়েছে সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় কর্মসূচী। বৃহস্পতিবার দুপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি। এ সময় বস্তাপ্রতি ২ কেজি ধান বেশি নেয়ায় খাদ্যগুদাম কর্মকর্তা বোরহান উদ্দিনকে ভর্ৎসনা করেন প্রতিমন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, গুদামে প্রকৃত কৃষকরাই ধান বিক্রি করবেন। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ সময় বক্তৃতা করেন ইউএনও আছমা আরা বেগম, আওয়ামী লীগ নেতা মোঃ ইকবাল, ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন খান দিদার প্রমুখ।
×