ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাভারে বাসচাপায় সাবেক সেনা কর্মকর্তা নিহত

প্রকাশিত: ০৬:১৭, ২৭ মে ২০১৬

সাভারে বাসচাপায় সাবেক সেনা কর্মকর্তা নিহত

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৬ মে ॥ সাভারে যাত্রীবাহী বাসচাপায় শহীদুল্লাহ ফরাজী (৪৫) নামে সেনাবাহিনীর সাবেক এক সিনিয়র ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছে । বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ‘সিএন্ডবি’ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে ফরাজী আশুলিয়ার নবীনগর এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে সাভারের উদ্দেশে রওনা দেন। তাকে বহনকারী বাসটি ‘সিএন্ডবি’ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার মাঝখানে নামিয়ে দেয়। তিনি বাস থেকে নেমে সামনের দিকে হেঁটে যাওয়ার পথে পেছন থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। যশোরে মোজো কর্মী স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, সড়ক দুর্ঘটনায় মাহমুদুর রহমান তপু (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের চাঁচড়া মোড় থেকে পালবাড়ির মাঝামাঝি ইউনিক পেট্রোল পাম্পের সামনে দুর্ঘনাটি ঘটে। নিহত মাহমুদুর রহমান তপু যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকার মাহাবুব আলমের ছেলে। জানা গেছে, সকালে মোজো কোম্পানির কর্মচারী মাহবুবুর রহমান তপু একটি পালসার মোটরসাইকেল চালিয়ে চাঁচড়া চেকপোস্ট থেকে পালবাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি ইউনিক পেট্রোল পাম্পের সামনে পৌঁছুলে বিপরীতমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আজ নাগেশ্বরীর চ-িপুর গণহত্যা দিবস স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ২৭ মে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চ-িপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন মোজাহিদ ক্যাপ্টেন তমিজ উদ্দিনসহ ১৮জন। স্বাধীনতার ৪৫ বছর পরও এই শহীদদের স্মরণে স্থানীয় প্রশাসন বা রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হয় না কোন অনুষ্ঠান। শহীদদের স্মরণে গণকবরে একটি স্মারক নির্মাণের দাবি জানান হয়। ১৯৭১ সালের ২৭ মে ভোর থেকে পাকবাহিনী ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার দখল নিতে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাপকভাবে অক্রমণ শুরু করে। পাকিস্তানীদের আক্রমণ ঠেকাতে মুক্তিযোদ্ধারা ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে। সুবেদার আরব আলী ও সুবেদার বোরহানের নেতৃত্বে সেদিন প্রচ- লড়াই হয়। লড়াইয়ে পাকিস্তান বাহিনীর ভারি অস্ত্রের ব্যাপক হামলায় মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ ও বিপর্যস্ত হয়ে পড়ে।
×