ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আদার দাম অর্ধেকে নেমে এসেছে

প্রকাশিত: ০৫:০৫, ২৭ মে ২০১৬

আদার দাম অর্ধেকে নেমে এসেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পাইকারি বাজারে আদার দাম ব্যাপক হারে কমেছে। এক মাসের ব্যবধানে ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার চাক্তাই, খাতুনগঞ্জে পণ্যটির দর প্রায় অর্ধেকে নেমে এসেছে। বাজারের তথ্যমতে, চীন থেকে আমদানি করা আদা বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪০-৪২ টাকায়। আর দেশী আদা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়; যা এক মাস আগেও ৮০-৮৫ টাকায় বিক্রি হয়েছে। সে হিসাবে এক মাসের ব্যবধানে পাইকারিতে পণ্যটির দাম কমেছে কেজিতে কমপক্ষে ৪০ টাকা। বাংলাদেশ ব্যাংকের ঋণপত্র (এলসি) নিষ্পত্তির প্রতিবেদনে দেখা যায়, জানুয়ারি-এপ্রিল মেয়াদে প্রতিকেজি আদা আমদানির গড় মূল্য পড়েছে ৪০ টাকা; যা গত বছর একই সময়ে ছিল ৫১ টাকা। মোট আদা আমদানি হয়েছে ২ হাজার ২১ টন। ব্যবসায়ীরা বলছেন, সাধারণত আমাদের দেশে বিশেষ করে পার্বত্য এলাকায় যে আদা উৎপাদন হয়, তা দিয়ে চাহিদা মেটে না। সেই তুলনায় এ মৌসুমে উৎপাদন ভাল হয়েছে। পাশাপাশি আমদানি আদার ব্যয় কম হওয়ায় বাজারে এই প্রভাব পড়েছে। তারা জানান, বর্তমানে যে আদা প্রতিকেজি ৪০-৪২ টাকায় বিক্রি হচ্ছে, তা আমদানিতে খরচও হয়েছে প্রায় সমান। খাতুনগঞ্জের কাঁচা পণ্য ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর বলেন, শুকনো পণ্য আমদানি করে দীর্ঘদিন মজুদ রাখা যায়। কিন্তু কাঁচা পণ্য দীর্ঘদিন ধরে রাখার সুযোগ নেই। আন্তর্জাতিক বাজারে বর্তমানে আদার দাম কম। তাই আমদানিকারকরা বর্তমানে কম দামে অধিক পণ্য আমদানি করছেন। এতে সরবরাহ বেড়ে যাওয়ায় তা কম দামে বিক্রি করতে হচ্ছে। কিউবায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার অনুমতি অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাজতান্ত্রিক রাষ্ট্র কিউবার সরকার দেশটিতে ব্যক্তি খাতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে দেশটিতে বিদেশী বিনিয়োগের বাধা দূর করার চেষ্টা চালাচ্ছে। বিবিসির খবরে বলা হয়েছে, রাউল কাস্ত্রোর সংস্কার শুরুর ধারাবাহিকতায় এটি সর্বসাম্প্রতিক পদক্ষেপ। তিনি কিউবার অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করছেন।
×