ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের

প্রকাশিত: ০৫:০৪, ২৭ মে ২০১৬

অকারণে দর বাড়ছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের

বিবিধ খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই বুধবার নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায়, কোন রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মে থেকে খান ব্রাদার্সের শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১৪ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ২১ টাকা ১০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে বাটা সু পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউসগুলোর কাছে মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে। যেসব বিনিয়োগকারীদের মার্জিন ঋণ রয়েছে, তাদের ই-টিআইএন নম্বর রেকর্ড তারিখে জমা দিতে হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ব্রোকার হাউসগুলোকে আরও বলেছে, মার্জিন ঋণধারীদের বেনিফিশিয়ারি নাম (ডিপি), ব্যাংকের নাম, ব্যাংক হিসাব ও রাউটিং নম্বর ই-মেইল বা ফ্যাক্সের মাধ্যমে পাঠাতে হবে। উল্লেখ্য, মার্জিন ঋণধারীদের কাছে আগামী ৩১ মের মধ্যে নগদ লভ্যাংশ পাঠাতে উল্লিখিত তথ্য চেয়েছে বাটা সু। -অর্থনৈতিক রিপোর্টার
×