ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভাল কোম্পানি তালিকাভুক্তিতে নতুন সফটওয়্যার চালু

প্রকাশিত: ০৫:০৩, ২৭ মে ২০১৬

ভাল কোম্পানি তালিকাভুক্তিতে নতুন সফটওয়্যার চালু

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্ত করার জন্য নতুন বুক বিল্ডিং সফটওয়্যার চালু করা হয়েছে। এই সফটওয়ারের মাধ্যমে ফিন্যান্সিয়াল অ্যানালিস্টরা ভালো কোম্পানির জন্য ভালো প্রাইস দিতে পারবেন। এর মাধ্যমে পুঁজিবাজারে স্বচ্ছতাও বাড়বে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আয়োজিত সফটওয়্যারটির উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. স্বপন কুমার বালা এসব কথা বলেন। সফটওয়্যারটি ডিএসই ও সিএসইর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। স্বপন কুমার বালা বলেন, সফটওয়্যারটি মূলত বিদেশি ডেভেলপার দিয়ে করাতে চেয়েছিলাম, কিন্তু খরচ বেশি পড়বে ভেবে পিছিয়ে গেছি। শেষ পর্যন্ত নিজেদের উদ্যোগেই তা সম্পন্ন করতে পেরেছি। এই সফটওয়্যার ব্যবহারের ফলে বাজারে আরও স্বচ্ছতা বাড়বে বলে জানান তিনি।
×