ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৫:০৩, ২৭ মে ২০১৬

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ৭ শতাংশ লেনদেন কমেছে। আগের দিন বুধবারে উভয় বাজারেই মুনাফা তোলার প্রবণতার কারণে সূচকের পতন ঘটেছিল। মূলত মুনাফা তুলে নেয়ার চাপেই এই দরপতন ঘটেছিল। ঠিক একদিন পরেই বিনিয়োগকারীরা আবারও শেয়ার কেনা শুরু করল, তবে লেনদেন কিছুটা কমেছে। উভয় বাজারেই সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জ সুরমার লেনদেন ও দর বাড়ল উল্লেখযোগ্য হারে। একই সঙ্গে খাতটির আরেকটি কোম্পানি হাইডেলবার্গ সিমেন্টেরও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৩৪৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ২৬ কোটি ৮৬ লাখ টাকা কম। বুধবারে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৭৬ কোটি ৮২ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৮৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭০৭ পয়েন্টে। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জ্বালানি এবং শক্তি খাতটি। পুরো দিনে খাতটির মোট ৮৩ কোটি টাকা লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ২৪.২৪ ভাগ। দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাতটি। দিনটিতে খাতটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৬ কোটি টাকা, যা মোট লেনদেনের ১৩ দশমিক ৫০ ভাগ। তৃতীয় অবস্থানে ছিল ওষুধ এবং রসায়ন খাতের কোম্পানিগুলো। সারাদিনে খাতটির মোট লেনদেনের পরিমাণ ছিল ৪৪ কোটি টাকা, যা মোট লেনদেনের ১২ দশমিক ৭৬ভাগ। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার, হাইডেলবার্গ সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, ফারইস্ট নিটিং এ্যান্ড ডাইং, ডরিন পাওয়ার, তসরিফা ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, তিতাস গ্যাস ও ওরিয়ন ইনফিউশন। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : জাহিন টেক্সটাইল, তসরিফা ইন্ডাস্ট্রিজ, হামিদ ফেব্রিক্স, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, ফারইস্ট নিটিং, সাফকো স্পিনিং, এ্যাপেক্স ট্যানারি, তুং হাই নিটিং ও মালেক স্পিনিং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ঝিল বাংলা সুগার, ইউনাইটেড পাওয়ার, মেঘনা পেট, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সাভার রিফ্যাক্টরিজ, ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড, পূবালী ব্যাংক, ইমাম বাটন, বিডি অটোকারস ও জুটস স্পিনার্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৩৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ডরিন পাওয়ার, ফ্যামিলি টেক্স, অলিম্পিক এক্সেসরিজ, ইউনাইটেড এয়ার, কেয়া কসমেটিকস, প্রগতি লাইফ, ন্যাশনাল ব্যাংক ও বিএসআরএম লিমিটেড।
×