ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘অবিবাহিত, তাই দেশ শাসনে অযোগ্য’

প্রকাশিত: ০৫:০২, ২৭ মে ২০১৬

‘অবিবাহিত, তাই দেশ শাসনে অযোগ্য’

তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন সুশিক্ষিত, রুচিসম্পন্ন ও প্রগতিশীল। আইন বিষয়ে তার তিনটি ডিগ্রী রয়েছে। তিনি একজন লেখিকা এবং এলজিবিটি (লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার) অধিকার বিষয়ক সমর্থক। তবে এক চীনা সেনা কর্মকর্তা মনে করেন, সাই দীর্ঘমেয়াদী শাসনের জন্য অযোগ্য, কারণ তিনি অবিবাহিত। বেজিংয়ের এ্যাকাডেমি অব মিলিটারি সায়েন্সের ওয়াং ওয়েইজিং চীনের রাষ্ট্রীয় সংবাদপত্রে এক লেখা সম্পাদকীয়তে সাইয়ের রাজনৈতিক দক্ষতা নয়, তার রোমান্টিক জীবন নিয়ে সমালোচনা করেছেন। ওয়াং লিখেছেন, একজন অবিবাহিত নারী রাজনীতিক হিসেবে তার মনে ভালবাসাজনিত কোন আবেগ নেই, কোন পারিবারিক বাধা নেই এবং কোন শিশুর জন্য তাকে উদ্বিগ্নও হতে হবে না। -ইয়াহু নিউজ ড্রোনে বৃক্ষরোপণ ব্রিটিশ বায়ো কার্বন ইঞ্জিনিয়ারিং সংস্থা ড্রোনের মাধ্যমে বৃক্ষরোপণ পদ্ধতি চালু করবে। এর মাধ্যমে বছরে প্রায় এক শ’ কোটি গাছ রোপণ করা যাবে। এভাবে দিনে প্রায় ৩৫ হাজার গাছ লাগানো সম্ভব হবে। এতে খরচ কমবে পনেরো শতাংশ। পরীক্ষামূলকভাবে আরব আমিরাতে এই পদ্ধতি ব্যবহার করা হবে? প্রতিবছর ছয় শ’ কোটি গাছ নিধন করা হয়। -ইন্ডিপেন্ডেন্ট সৌর বিমানের রেকর্ড সৌরবিদ্যুতচালিত ‘সোলার ইমপাল-২’ নামে একটি প্লেন ১৭ ঘণ্টা আকাশে উড়ে সফল অবতরণ করে বিশ্ব রেকর্ড করেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। কোন জ্বালানি ব্যবহার না করে শুধু নবায়নযোগ্য জ্বালানি (সৌর বিদ্যুত) কাজে লাগিয়ে উড্ডয়ন ও সফল অবতরণ করে ‘সোলার ইমপালস-২’। এর আগে ২০১৫ সালের মার্চ মাসে প্রথমবার আকাশে উড়েছিল প্লেনটি। বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্টের ওহাই অঙ্গরাজ্যের ডেটন থেকে ‘সোলার ইমপালস-২’ উড়াল দেয়। -এবিসি
×