ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভাল কোম্পানি তালিকাভুক্তিতে নতুন সফটওয়ার চালু

প্রকাশিত: ০১:৪৪, ২৬ মে ২০১৬

ভাল কোম্পানি তালিকাভুক্তিতে নতুন সফটওয়ার চালু

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্ত করার জন্য নতুন বুক বিল্ডিং সফটওয়্যার চালু করা হয়েছে। এই সফটওয়ারের মাধ্যমে ফিন্যান্সিয়াল অ্যানালিস্টরা ভালো কোম্পানির জন্য ভালো প্রাইস দিতে পারবেন। এর মাধ্যমে পুঁজিবাজারে স্বচ্ছতাও বাড়বে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আয়োজিত সফটওয়্যারটির উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. স্বপন কুমার বালা এসব কথা বলেন। সফটওয়্যারটি ডিএসই ও সিএসইর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। স্বপন কুমার বালা বলেন, সফটওয়্যারটি মূলত বিদেশি ডেভেলপার দিয়ে করাতে চেয়েছিলাম, কিন্তু খরচ বেশি পড়বে ভেবে পিছিয়ে গেছি। শেষ পর্যন্ত নিজেদের উদ্যোগেই তা সম্পন্ন করতে পেরেছি। এই সফটওয়্যার ব্যবহারের ফলে বাজারে আরও স্বচ্ছতা বাড়বে বলে জানান তিনি। বলেন, এর ফলে কোনো কোম্পানি বাজারে আসার ক্ষেত্রে দর নিয়ে যে নানা প্রশ্ন উঠত, তা আর থাকবে না। ভালো কোম্পানিগুলোই বাজারে আসতে পারবে। অনুষ্ঠানে সিএসই চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, বিদেশিদের কাছ থেকে নেওয়া সফটওয়্যারে সমস্যা হলে আবার তাদের কাছেই ধরণা দিতে হয়। নিজেরাই তৈরি করার কারণে এ সমস্যায় আর পড়তে হবে না। বাজারে আস্থার পরিবেশ তৈরি হবে। এসময় বক্তব্য রাখেন ডিএসইর উপ মহাব্যবস্থাপক ইমাম হোসেন। তিনি বলেন, ২০০৯ সালে এই সিস্টেম ডেভেলপের কাজ শুরু হয়। তবে ২০১১ সালে আইপিও আইনে কিছুটা সংশোধনী আনা হলে নতুন করে আবার চিন্তা করতে হয়। যার কারণে একটু দেরি হয়েছে। তবে শেষ পর্যন্ত এতে আমরা সফলতা পেয়েছি। বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছি।
×