ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চক্রান্তের বুলেট প্রতিনিয়ত তাড়া করছে শেখ হাসিনাকে ॥ ও. কাদের

প্রকাশিত: ০৮:০৯, ২৬ মে ২০১৬

চক্রান্তের বুলেট প্রতিনিয়ত তাড়া করছে শেখ হাসিনাকে ॥ ও. কাদের

বিশেষ প্রতিনিধি ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর সময়ের মতো এখনও একটি চক্রান্তের বুলেট সক্রিয় অবস্থায় আছে। বুলেটটি প্রতিনিয়ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পিছু তাড়া করে ফিরছে। মঞ্চের রাজনীতিতে ব্যর্থ হয়ে নেপথ্যে থেকে এই চক্রান্তে কারা জড়িত তা দেশবাসী জানে। বঙ্গবন্ধু জীবিত থাকতে প্রায়ই বলতেন, আমাকে একটি বুলেট প্রতিনিয়ত তাড়া করছে। তখনকার সময়ে শান্তির সপক্ষের শক্তি দুর্বল থাকায় বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হয়েছিল। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু জুলিও কুরি পদক ‘বঙ্গবন্ধু শান্তি পদক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জুলিও কুরি-বঙ্গবন্ধু সংসদ। জাতির পিতার জুলিও কুরি পদক প্রাপ্তির ৪৩তম বছর উদযাপনের লক্ষ্যে এই আলোচনা সভা ও শান্তি পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের সভাপতি মোনায়েম সরকারের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ নেতা ড. আবদুর রাজ্জাক এমপিসহ অন্যরা বক্তব্য রাখেন। ওবায়দুল কাদের বলেন, বাম রাজনীতি আজ ক্ষীয়মান নদীর ধারার মতো বহমান। কোন রকমে টিকে আছে। বার বারই ভাঙনের সুর বাজে। তাদের এই অবস্থার কারণেই সাম্প্রদায়িক উগ্রবাদ বার বার মাথাচাড়া দিয়ে উঠছে। হেফাজতের তা-বের সময়ে কোথায় ছিল শান্তির সপক্ষ দাবিদার প্রগতিশীল শক্তি? সেদিন প্রধানমন্ত্রী বিনা রক্তপাতে এই পরিস্থিতি মোকাবেলা করার পদক্ষেপ নিয়েছিলেন বলেই দেশ দীর্ঘস্থায়ী প্রলম্বিত চক্রান্তের হাত থেকে রক্ষা পেয়েছিল। সেতুমন্ত্রী বলেন, দেশে আজ শান্তির বড় শত্রু হচ্ছে সাম্প্রদায়িক উগ্রবাদ। অথচ শান্তির সপক্ষের দলগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। বামদলগুলো ভেঙ্গে আরও ছোট হচ্ছে। শেখ হাসিনা যখন একের পর এক দেশের উন্নয়ন করছেন, তখন একটি কুচক্রী মহল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তাই এই সাম্প্রদায়িক ষড়যন্ত্রকারীদের রুখে দিতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শান্তি পদকের প্রস্তাবনাকারী ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার সংগ্রামে অসামান্য অবদানের জন্য প্রয়াত আলী আকসাদকে মরণোত্তর ‘বঙ্গবন্ধু শান্তি’ পদকে ভূষিত করা হয়। আলী আকসাদের স্ত্রী মোমতাজ আকসাদের হাতে পুরস্কারের পদক, মেডেল ও নগদ ৫০ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি।
×