ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাত দেশের রাষ্ট্রদূতের সঙ্গে তিন সচিবের বৈঠক

প্রকাশিত: ০৮:০৮, ২৬ মে ২০১৬

সাত দেশের রাষ্ট্রদূতের সঙ্গে তিন সচিবের বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আবারও সরকারের তিন সচিবের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নসহ সাত দেশের রাষ্ট্রদূতরা। বুধবার বিকেল চারটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়। এ বৈঠকে কানাডা, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত ও জাপানের রাষ্ট্রদূত অংশ নেন। এছাড়া পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব ও বিমান মন্ত্রণালয়ের সচিব বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গেছে, বৈঠকে বিমানবন্দরের সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। তবে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়- বিমানবন্দরের পরিস্থিতির যথেষ্ট উন্নতি ঘটেছে। বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ রয়েছে। তারা সরকারকে বরাবরই বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়ে আসছে। সম্প্রতি অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা দেয়। পরে যুক্তরাজ্যের শর্ত অনুযায়ী দেশটির রেডলাইন নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী নিয়োগ দেয়া হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে অস্ট্রেলিয়া ঢাকা থেকে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে। যুক্তরাজ্যও বাংলাদেশ থেকে পণ্য পরিবহনে বিমানের সরাসরি ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় রেখেছে।
×