ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এনামুল হক

ইউরোপে এসি/ডিসির চমক

প্রকাশিত: ০৬:৫৮, ২৬ মে ২০১৬

ইউরোপে এসি/ডিসির চমক

ইউরোপজুড়ে এখন ঝড় চলছে। সেটা ব্যান্ড দল এসি/ডিসির রক সঙ্গীত পরিবেশনা। সেই পরিবেশনায় যে মানুষটি ঝড় তুলেছেন তিনি গানস্্ এন রোজেস এর গায়ক এক্সল রোজ। প্রথম পরিবেশনায় তিনি দারুণ সাফল্যের সঙ্গে ব্যান্ড দলটির প্রধান শিল্পী ব্রায়ান জনসনের ছেড়ে যাওয়া আসনটি দখল করে নিয়েছেন। কদিন আগে ওয়েবসাইটে ব্রায়ান জনসনের একটি ঘোষণা এসি/ডিসি অনুরাগীদের সবাইকে স্তম্ভিত করে দিয়েছিল। বিবৃতিতে জনসন জানিয়েছিলেন সে শ্রবণশক্তি হারিয়ে ফেলায় তাঁর পক্ষে আর ব্যান্ড দলটির সদস্য হয়ে সফরে যাওয়া সম্ভব নয়। ঘোষণাটি ভক্তদের বজ্রাহত যেমন করছিল তেমনি অপ্রত্যাশিত বিরক্তি প্রকাশ করে তারা তাদের প্রতিক্রিয়াও ব্যক্ত করেছিল। তারা পরবর্তী অনুষ্ঠানগুলোর অর্থ ফেরত চেয়েছিল এবং পেয়েও ছিল। জনসন ছাড়া ব্যান্ড দলটি আদৌ আর চলবে কিনা তা নিয়ে সন্দেহও পোষণ করেছিল। ব্যান্ড দলের পক্ষ থেকে এটাও ঘোষণা করা হয়েছিল যে আপাতত কিছুদিনের জন্য জনসনের জায়গায় বদলি গায়ক হবেন গানস্্ এন রোজসের শিল্পী এক্সল রোজ। এতে তো আরও ভ্রƒকুটি করেছিল সবাই। জনসনের জায়গায় রোজ? কোথায় মহারাজা আর কোথায় কুঁড়ের বাদশাহ। এসি/ডিসির অনুষ্ঠান পরিবেশনায় দক্ষতা কিংবদন্তিতুল্য এবং তেমনি কিংবদন্তিতুল্য হলো মঞ্চে স্থান গ্রহণে রোজের মন্থরতা বা দীর্ঘসূত্রতা। ব্যাপারটা এমন যেন নড়ানোর অসাধ্য কোন বস্তুর মুখোমুখি এক অপ্রতিরোধ শক্তি। তার ওপর হলো মড়ার উপর খাঁড়ার ঘা’র মতো খবর। সেটা হলো রোজের একটা মেটাটারসাল ভেঙ্গে গেছে যার অর্থ মঞ্চে তাঁকে চেয়ারে বসে থাকতে হবে। এত সব বিপর্যয়ের মধ্যে এসি/ডিসি ঠিক করল যে দর্শক শ্রোতার হৃদয় ফের জয় করতে হবে। আর সেই কারণে রোজের প্রথম শো উপলক্ষে বিভিন্ন পত্রিকার সাংবাদিক, সাংস্কৃতিক প্রতিবেদককে বিমানে করে পর্তুগাল নিয়ে আসা হয় এবং তা এটাই প্রমাণ করার জন্য যে তারা শেষ হয়ে যায়নি। এখনও তাদের যথেষ্ট মূল্য আছে। এমনকি মূল ব্যান্ড দলের মধ্যে শুধুমাত্র গিটারবাদক এঙ্গাস ইয়ং ও বেইসবাদক ক্লিফ উইলিয়ামস থাকার পরও। রোজের আগমনের মধ্য দিয়ে এই শোটা কয়েক বছরের মধ্যে এসি/ডিসির প্রথম বড় ধরনের সাফল্য বয়ে আনে। ১৯৮০ সালে ব্রায়ান জনসন প্রয়াত বন স্কটের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে তো বটেই। জনসনের বিদায়ের পর এসি/ডিসি নিয়ে যে অনিশ্চয়তা, সংশয় সন্দেহ ছিল তা কেটে গেছে বলে মনে করার কারণ আছে। তবে রোজের পরিবেশনায় এসি/ডিসির এই সে সাফল্যের পেছনে রয়েছে স্কট বেঁচে থাকার সময় তার রচিত ও রেকর্ডকৃত গানগুলোর রূপান্তরণ। জনসন যুগের গানের কথা ও সুরের মধ্যে থাকত নেশাসক্ত সদাহাস্যপরায়ণতা। আবার অন্যদিকে স্কট অনেক সময় ছিলেন পরশ্রীকাতর মানববিদ্বেষী লেখক ও গায়ক যিনি বাহ্যত খোশ মেজাজের আড়ালে খানিকটা ভয়ঙ্কর রুদ্ররোষ লুকিয়ে রাখতেন। রোজ হিংসা-বিদ্বেষ, উভয়ের সঙ্গে পরিচিত। তিনি স্কটের গানগুলোকে নিখুঁতভাবে পরশ্রীকাতরতা পরিবেশন করে সেগুলোর মধ্যে নতুন করে ভীতিকর পরিবেশ সঞ্চার করেন। তার ফলে ডার্টি ডিডস্্ ডান ডার্ট চিট গানটি তার কৌতুকময় দিকটি হারিয়ে ফেলে এবং একজন সাইকোপ্যাথের পানশালার বকবকানিতে পরিণত হয়। তিনি ‘শটডাউন ইন ফ্লেমস্’ গানটিকে তার জীবন কাহিনী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং আমাদের তা সত্য বলে বিশ্বাস করান। তাঁর কণ্ঠস্বরও অসাধারণ। যতই চড়া সুরের হোক তার প্রতিটি গানের স্বরলিপি হিট করার মতো এবং এর রেশ দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে।
×