ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘এলভেইত্তি’র কনসার্ট আজ

প্রকাশিত: ০৬:৫০, ২৬ মে ২০১৬

‘এলভেইত্তি’র কনসার্ট আজ

স্টাফ রিপোর্টার ॥ সুইজারল্যান্ডের জুরিখের উইন্টারথুর শহরে ২০০২ সালে গঠিত হয় সুইস ফোক মেটাল ব্যান্ড ‘এলভেইত্তি’। বাংলাদেশের গ্রিন ইভেন্ট ম্যানেজমেন্টের আমন্ত্রণে আজ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেটালহেডদের বহুপ্রতীক্ষিত এই সুইজারল্যান্ডের জনপ্রিয় ফোক মেটাল ব্যান্ড এলভেইত্তির কনসার্ট। এলভেইত্তি বর্তমানে তাদের এশিয়া ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে আসছে। আর এদের সঙ্গে থাকছে আমাদের দেশের টেকনিকাল ব্রুটাল ব্ল্যাক মেটাল ব্যান্ড স্যাটানিক এবং জনপ্রিয় ফোক ব্যান্ড জলের গান। প্রসঙ্গত ‘এলভেইত্তি’ ব্যান্ডের শুরুটা ব্যান্ডের কর্ণধার ক্রিগেল গ্লাঞ্জমানের স্টুডিও প্রজেক্ট হিসেবে হলেও ২০০৩ সালে বের হওয়া প্রথম এ্যালবাম ভেনের সাফল্যের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে একটি সম্পূর্ণ ব্যান্ড গঠিত হয়। ব্যান্ডটি ২০০৬ সালের জুনে স্পিরিট নামের একটি পূর্ণ দৈর্ঘ্যরে এ্যালবাম বের করে। ২০০৭ সালের নবেম্বরে তারা নিউক্লিয়ার ব্লাস্ট রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। ২০০৮ সালে সøানিয়া নামের তাদের এ্যালবাম বের হয় নিউক্লিয়ার ব্লাস্ট রেকর্ডস থেকে। এ্যালবামটি সুইস চার্টের ৩৫তম স্থানে ও জার্মান চার্টের ৭২তম স্থানে অবস্থান করে। তাদের বেশিরভাগ গানই একটি বিচ্ছিন্ন ভাষা গলিশে গাওয়া হয়েছে। এলভেইত্তি একটি হেলভেটিক গলিশ শব্দ যার মানে ‘আমি হেলেভটিয়ান’। যা নেয়া হয়েছে প্রথমদিকের একটি কেল্টিক হেলভেটি উপজাতির রেকর্ড থেকে। যেখান থেকে বর্তমানের সুইজারল্যান্ডের উৎপত্তি। ব্যান্ডটি নানা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ব্যবহার করে যেমন বাঁশি, ম্যান্ডোলিন, হার্ডি গার্ডি, বেহালা ও ব্যাগপাইপ ইত্যাদি। ‘এলভেইত্তি’ কনসার্টের টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে জেনারেল এন্ট্রি ৩ হাজার ৭০০ টাকা ও ভিআইপি এন্ট্রি ৮ হাজার টাকা। টিকেট পাওয়া যাচ্ছে, ঃরপশবঃপযধর.পড়স এর অফিস, ফরচুনা ফ্রাইড চিকেন (এফএফসি) এর বসুন্ধরা লিংক রোড, গুলশান-২, খিলগাঁও, ধানম-ি ও উত্তরার আউটলেটে এবং ফ্যাশন হাউস দেশালের বেইলি রোড, শাহবাগ আজিজ সুপার মার্কেট, ধানম-ি মেট্রো শপিংমল, বসুন্ধরা সিটি দেশী দশ, তেজগাঁও লিংক রোড দেশী দশের আউটলেটগুলোতে ও গ্রিন ইভেন্ট ম্যানেজমেন্টের মহাখালী অফিসে। এছাড়া ইভেন্ট সংক্রান্ত সর্বপ্রকার তথ্যের জন্য গ্রিন ইভেন্টের ফেসবুক পেজ (িি.িভধপবনড়ড়শ.পড়স/এৎববহঊাবহঃংইউ) এ ব্রাউজ করতে হবে।
×