ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বল্পবিরতির নাটক ‘দুষ্টু হাওয়া’

প্রকাশিত: ০৬:৪৯, ২৬ মে ২০১৬

স্বল্পবিরতির নাটক ‘দুষ্টু হাওয়া’

স্টাফ রিপোর্টার ॥ স্বল্পবিরতির নাটক হিসেবে আরটিভিতে আজ বৃহস্পতিবার রাত ৯-০৫ মিনিটে প্রচার হবে খ- নাটক ‘দুষ্টু হাওয়া’। মোসাব্বের হোসেন মুইদের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সুমন রেজা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, শ্যামল মওলা, জিদান সরকার, জহির আলভী, মুসকান খান, রিতু রহমান প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে সোহান একটি গ্রামে যায়। গ্রামের একটি সম্মানীয় ব্যক্তির বাড়িতে মিষ্টি নামে একটি মেয়ের দেখা পায়। তবে মেয়েটিকে সাধারণ অবস্থায় দেখে সোহান খুব বিস্মিত হয়। আর সোহানকে দেখে মেয়েটি ভয় পায়। মেয়েটি প্ল্যান করে তার হবু বরের মাধ্যমে সোহানকে গ্রাম থেকে তাড়ানোর দায়িত্ব দেয়। কিন্তু সোহান মিরাজকে বস করে ফেলে। সোহান পরে জানতে পারে মিরাজ মিষ্টিকে নয় মিষ্টির ছোট বোনকে ভালবাসে। মিষ্টির ছোট বোনও মিরাজকে ভালবাসে। কিন্তু পারিবারিক পূর্বপুরুষদের সম্পর্কের কারণে এবং তাদের ওয়াদার কারণে তারা এ কথা কাউকে বলতে পারেনি। মিষ্টি জেদি হলেও সোহান মিষ্টিকে ভালবেসে ফেলে। তবে সে জানতে পারে তার বন্ধু সেদিন মিষ্টির মাতলামির দৃশ্যটি লুকিয়ে ধারণ করে। তবে এতে তার কোন বাজে ইচ্ছে ছিল না। গ্রামে গেলে সে দেখে মিষ্টি গ্রামের সাদাসিধে এবং ভদ্র সেজে থাকে। সোহান আসলে মিষ্টিকে এই বিষয়ে শিক্ষা দিতে আর তাকে মনের কথা বলতেই গ্রামে এসেছে। সোহান তার কাজ শেষ করে চলে আসতে চায় কিন্তু মিষ্টি তাকে থামায়। কেননা মিষ্টি বুঝে ফেলে সে অতীতের কাজটি ঠিক করেনি। সোহানকে প্রথমে খারাপ মনে হলেও আসলে সেই ঠিক। অবশেষে মিষ্টি সোহানের ভালবাসার ডাকে সাড়া দেয়।
×