ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মার্সেল ফিচারিং ‘বাগিচায় বুলবুলি তুই’

প্রকাশিত: ০৬:৪৮, ২৬ মে ২০১৬

মার্সেল ফিচারিং ‘বাগিচায় বুলবুলি তুই’

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঈগল মিউজিক প্রকাশ করেছে ‘মার্সেল ফিচারিং বাগিচায় বুলবুলি তুই’ নামে কাজী নজরুল ইসলামের কালজয়ী গজল ধাঁচের একটি মিউজিক ভিডিও। সম্প্রতি গানটির চিত্রধারণ শেষ হয়েছে। মার্সেলের সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন আশা সরকার এবং ভিডিও নির্মাণ করছেন নির্মাতা অমিত হাসান। এই গান প্রসঙ্গে মার্সেল বলেন, এটি আমার খুব পছন্দের নজরুল সঙ্গীত। ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগে পড়ার সময় তৃতীয় বর্ষে গানটি শিখেছিলাম। সেই থেকেই গানটি নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। সম্প্রতি আমার ‘মার্সেল মিক্স দ্য এক্সপেরিমেন্টাল’ এলবামে গানটি প্রকাশ পায়। গানটিতে চেষ্টা করেছি নতুন কিছু করার। সঙ্গীতায়োজন করার সময় আমি গানটিতে টেকনো এবং ক্লাসিকালের একটা মিক্সচার আনতে চেয়েছি। তবে না গানটি বেশ ভাল গেয়েছেন আশা সরকার। তা শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন। গানটির ভিডিও একেবারেই ব্যতিক্রম ধাঁচের হতে যাচ্ছে। ভিডিওটিতে সঙ্গীত ও নৃত্যের একটি মেলবন্ধন ঘটবে যা তুলে ধরবে ১৮০০ পরবর্তী সময়ের এই উপমহাদেশীয় সম্ভ্রান্ত মুসলিম বাড়ির সংস্কৃতি চর্চার চিত্র। নৃত্য পরিবেশনায় ছিলেন হিমা রয় মিতু। ইতোমধ্যে, আমরা ভিডিওটির শূটিংয়ের কাজ শেষ করেছি। বুধবার ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়।
×