ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেরিনারের শেষ দশ সেকেন্ডের ম্যাজিক

প্রকাশিত: ০৬:৪৫, ২৬ মে ২০১৬

মেরিনারের শেষ দশ সেকেন্ডের ম্যাজিক

স্পোর্টস রিপোর্টার ॥ শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। মেরিনার পিছিয়ে ৩-২ গোলে। ঢাকা আবাহনীর সমর্থকরা ধরেই নিয়েছেন তারাই জিততে যাচ্ছেন ম্যাচটা। ম্যাচ শেষ হতে আর মাত্র দশ সেকেন্ড বাকি। যারা বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গ্রিন ডেল্টা প্রিমিয়ার বিভাগ হকি লীগের দিনের দ্বিতীয় ম্যাচটা এটিএন বাংলায় লাইভ দেখেননি বা সশরীরে স্টেডিয়ামের গ্যালারিতে গিয়ে উপভোগ করেননি, তারা নিঃসন্দেহে দারুণ উত্তেজনাকর একটা খেলা মিস করেছেন। কেননা লেখার সূচনা পড়েও তারা ধারণা করতে পারবেন না ম্যাচে আসলে কি হয়েছিল। খেলা শেষ হবার মাত্র দশ সেকেন্ড আগে যে মেরিনার দর্শনীয় গোল করে ম্যাচে ড্র করেছে ৩-৩ গোলে, রুখে দিয়েছে ঢাকা আবাহনী লিমিটেডকে! ড্র করার ফলে ঊষার সঙ্গে যৌথভাবে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করলো আবাহনী। ৪ ম্যাচে আকাশী-হলুদদের সংগ্রহ ১০ পয়েন্ট। ওয়ান্ডারার্স ক্লাবের সংগ্রহ আবাহনীর সমান, ১০ পয়েন্ট। ৪ ম্যাচ থেকে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ঊষা ক্রীড়া চক্র। ৩ ম্যাচ খেলে মোহামেডানের সংগ্রহ ৯ পয়েন্ট। ৩ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ মেরিনারের। ৭ মিনিটে রাজু আহমেদ তপুর গোলে এগিয়ে যায় মেরিনার (১-০)। ৭ মিনিট পর সমতায় আসে আবাহনী। মাঝ মাঠ থেকে আসা লম্বা পাস ধরে রোম্মান সরকারের রিভার্স হিট ক্লাব পাড়ার দলটির গোলরক্ষক মেহরাব হোসেন কিরণের প্যাডের ফাঁক গলে গোল হয় (১-১)। ৩১ মিনিটে দুই পাকিস্তানীর কল্যাণে এগিয়ে যায় আবাহনী। মোহাম্মদ ইরফানের পুশ রিভার্স হিটে লক্ষ্যভেদ করেন শাফকাত রসুল (২-১)। ৫০ মিনিটে শেখ মোহাম্মদ নান্নুর কাটব্যাক থেকে জোরালো হিটে গোল করেন মোহাম্মদ ইরফান (৩-১)। প্রথমটির মতো এ গোলের দায় মেরিনার গোলরক্ষক মেহরাব হোসেন কিরণের। বলের লাইনে থেকেও তা প্রতিহত করতে পারেননি। ৬৬ মিনিটে তৃতীয় পিসি-প্রচেষ্টায় গোলের দেখা পায় ক্লাব কাপের সেমিফাইনালিস্টরা। ডাগ-ফ্লিক থেকে লক্ষ্যভেদ করেন মামুনুর রহমান চয়ন (৩-২)। খেলা শেষ হওয়ার ১০ সেকেন্ড আগে চমৎকার সংঘবদ্ধ আক্রমণ থেকে সমতায় ফেরে মেরিনার (৩-৩)। দিনের আরেক ম্যাচে বাংলাদেশ রেলওয়ে এসসিকে ১১-০ গোলে বিধ্বস্ত করেছে সোনালী ব্যাংক। প্রথমার্ধে বিজয়ী দল ৪-০ গোলে এগিয়ে ছিল। সোনালী ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৪ গোল করেন নিসাত। কদিন আগে একই ভেন্যুতে ক্লাব কাপ হকির সেমিফাইনালে এই মেরিনারকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল আবাহনী। বুধবার ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’দের হারিয়ে প্রতিশোধটা কড়ায়-গ-ায় নিয়ে নিল মেরিনার বাহিনী। ম্যাচ শেষে মেরিনারের সব খেলোয়াড় এবং স্টাফরা দৌড়ে চলে এলেন গ্যালারির সেই অংশটির দিকে, যেদিক বসেছিল মেরিনারের সমর্থকরা। চয়নরা হাত নেড়ে, নেচে-কুঁদে একাকার হলেন। নেতৃত্ব দিলেন দলের জার্মান কোচ পিটার গেরহার্ড। ড্র করেও যেন জয়ের আনন্দে বিভোর হলো মেরিনার। আর ড্র করেও যেন হারের শোকে পাথর হলো আবাহনী শিবির! ম্যাচ শেষে মেরিনার কোচ পিটার বলেন, ‘এই ড্রয়ে মান বাঁচানো পয়েন্ট পেয়ে দারুণ সন্তুষ্ট আমি। আমার দলটি তরুণ। তারপরও ম্যাচের শুরুতেই তারা (আবাহনী) এগিয়ে ছিল। গোলরক্ষক এবং চয়নের ভুলে দুটি গোল খেয়েছি। সব মিলে বল দখল এবং আক্রমণ দুই বিভাগেই আমরা এগিয়ে ছিলাম। অনভিজ্ঞ একটি দলের কাছে এর চেয়ে ভাল কিছু আশা করা যায় না।’ এমন হারের সমতুল্য ড্রতে শিষ্যদের ওপর দারুণ চটেছেন আবাহনী কোচ মাহবুব হারুন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘দলে এত এত অভিজ্ঞ খেলোয়াড়। অথচ শেষদিকে কি ভুলটাই না করেছে তারা! বল নিজেদের অর্ধে রেখে সময়ক্ষেপণ করলেই হতো। তা না করে প্রতিপক্ষকে গোলের সুযোগ করে দিয়েছে!’
×