ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্পোর্টস মেডিসিনের ওপর গুরুত্বারোপ

প্রকাশিত: ০৬:৪৪, ২৬ মে ২০১৬

স্পোর্টস মেডিসিনের ওপর গুরুত্বারোপ

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ক্রীড়া একটি বিজ্ঞান- যেখানে স্পোর্টস মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ। অথচ আমাদের ক্রীড়াবিদরা এ ব্যাপারে খুব একটা অবগত নন। ফলে তারা দীর্ঘদিন ইনজুরির কবলে পড়ে খেলোয়াড়ী জীবনে হুমকির মুখে পড়েন। তাই আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও স্পোর্টস মেডিসিন নিয়ে কাজ করতে হবে।’ বুধবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘স্পোর্টস মেডিসিন’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি একথা বলেন। বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব স্পোর্টস আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, মহাসচিব ডা. দীপক কুমার দাস এবং ডা. আলী ইমরান প্রমুখ। বীরেন শিকদার তার বক্তব্যে আরও বলেন, ‘বিকেএসপিতে পড়ার জন্য ব্যাপক আগ্রহ রয়েছে। অথচ এরপর তারা কি করবে এটা অনেকটাই অনিশ্চিত। কারণ বাংলাদেশে এখনও ক্রীড়া বিষয়ক কোন বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি। আমরা স্বপ্ন দেখি একদিন বাংলাদেশেও স্পোর্টস বিষয়ক বিশ্ববিদ্যালয় হবে। স্পোর্টস নিয়ে গবেষণা হবে। কারণ সারা পৃথিবীতেই ক্রীড়া নিয়ে গবেষণা হচ্ছে।’ আরিফ খান জয় স্পোর্টস মেডিসিন বিষয়ক সেমিনার আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘একজন খেলোয়াড় স্পোর্টস মেডিসিন সম্পর্কে অবগত থাকলে সে তার সেরাটা দিতে পারবে। কারণ সে জানবে কিভাবে খেললে সে প্রধান ইনজুরি থেকে নিজেকে রক্ষা করতে পারবে।’ অনুষ্ঠানে ‘হেড ইনজুরি ইন স্পোর্টস’ শীর্ষক প্রবন্ধ উত্থাপন করেন প্রফেসর কনক কান্তি বড়ুয়া। এছাড়া স্পোর্টস ইনজুরি (ম্যানেজমেন্ট এ্যান্ড রিহ্যাবিলিটেশন আপডেটস) শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. আলী ইমরান এবং ম্যানেজমেন্ট এ্যান্ড প্রিভেনশন অব কমন স্পোর্টস রিলেটেড ইনজুরিস নিয়ে প্রবন্ধ পাঠ করেন ডা. কৃষ্ণা প্রিয়া দাস।
×