ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতটিতে আওয়ামী লীগ প্রার্থী, দুটিতে বিদ্রোহী জয়ী

প্রকাশিত: ০৬:০০, ২৬ মে ২০১৬

সাতটিতে আওয়ামী লীগ প্রার্থী, দুটিতে বিদ্রোহী জয়ী

জনকণ্ঠ ডেস্ক ॥ নয়টি পৌরসভায় বুধবার শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। রাত সোয়া নয়টায় নিজস্ব সংবাদদাতাদের পাঠানো বেসরকারী ফল নিম্নরূপ : নরসিংদী জেলার ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শরীফুল হক শরিফ ৩৮ হাজার ৭শ’ ৯২ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ১ হাজার ভোট। রায়পুরায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল মোল্লা ৮ হাজার ৯শ’ ৫১ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আবদুল কুদ্দুছ পেয়েছেন ৪ হাজার ৫শ’ ৫৬ ভোট। লক্ষ্মীপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের বিপুল ভোটের ব্যবধানে তৃতীয়বার লক্ষ্মীপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন, ৩৩ হাজার তিন শ’ ৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রেজাউল করিম লিটন পেয়েছেন দু’হাজার ৩৬ ভোট। নোয়াখালী জেলার সদর পৌরসভায় বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শহীদুল্লাহ খান সোহেল। নিকটতম প্রতিদ্বন্দ¦ী বিএনপির হারুনুর রশিদ আজাদ। সেনবাগ পৌরসভায় বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবু জাফর টিপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী আবু নাসের দুলাল।
×