ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি কুচকাওয়াজ

আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে সেনাবাহিনীর অবস্থান সমুন্নত রাখতে হবে ॥ সেনাপ্রধান

প্রকাশিত: ০৫:৫৯, ২৬ মে ২০১৬

আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে সেনাবাহিনীর অবস্থান সমুন্নত রাখতে হবে ॥ সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বর্তমান বিশ্বে বাংলাদেশ একটি প্রতিশ্রুতিশীল, উন্নয়নকামী ও শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বাধিক শান্তিরক্ষী পাঠানোর মাধ্যমে আমরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছি। ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে বাংলাদেশের সেনাবাহিনী নিজেকে মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এ অবস্থান সমুন্নত রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বুধবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারির বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ৭৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ আহ্বান জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। কমিশনপ্রাপ্ত নতুন ক্যাডেটদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, তোমাদের ওপর অর্পিত হবে বাংলাদেশ সেনাবাহিনীর ভবিষ্যত নেতৃত্বদানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করাই হবে তোমাদের জীবনে প্রথম ও প্রধান ব্রত। সেনাপ্রধান আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের নানামুখী উদ্যোগে সঙ্গে তাল মিলিয়ে মিলিটারি একাডেমির পাঠ্যসূচীতেও অন্তর্ভুক্ত করা হয়েছে ‘ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি’ (আইসিটি)। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, আধুনিকায়নের অংশ হিসেবে এখানে ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’ নির্মিত হয়েছে। এ কমপ্লেক্সে ক্যাডেটদের শ্রেণীকক্ষ ভিত্তিক তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। প্রধান অতিথি সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এর আগে প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে আর্মি ট্রেনিং এ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার ও বিএমএ কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির তাঁকে অভ্যর্থনা জানান। কুচকাওয়াজের মাধ্যমে এদিন কমিশন লাভ করেন ১৪৭ বাংলাদেশী, দুজন ফিলিস্তিনী এবং একজন শ্রীলঙ্কানসহ মোট ১৫০ ক্যাডেট। কমিশনপ্রাপ্ত বাংলাদশী ক্যাডেটদের মধ্যে ১৩৩ পুরুষ ও ১৪ মহিলা ক্যাডেট রয়েছেন।
×