ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

জাতীয় চিত্রশালা প্লাজায় শুরু ঢাকা বইমেলা

প্রকাশিত: ০৫:৫৬, ২৬ মে ২০১৬

জাতীয় চিত্রশালা প্লাজায় শুরু ঢাকা বইমেলা

স্টাফ রিপোর্টার ॥ ‘চেতনার জাগরণে বই’ প্রতিপাদ্যে ‘ঢাকা বইমেলা ২০১৬’ শুরু হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় বুধবার সন্ধ্যায়। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় আয়োজিত সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম মাহমুদা আখতার মীনা। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মোঃ আখতারুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি। মেলায় সরকারী ও বেসরকারী ৪০টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। তবে মেলার প্রথম দিনে অনেক স্টলে ছিল সজ্জায় ব্যস্ততা। আর দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ায় দর্শনার্থীরাও আসেননি সেভাবে। তবে সামনের দিনগুলোতে মেলা জমে উঠবে এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকরা। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউপিএল, আগামী, অন্যপ্রকাশ, অবসর, কাকলী, অ্যার্ডন পাবলিকেশন, ঐতিহ্য, প্রথমা, চন্দ্রাবতী একাডেমি, অনিন্দ্য প্রকাশ, তাম্রলিপি, বেঙ্গল পাবলিকেশন, চারুলিপি প্রভৃতি প্রকাশনা সংস্থা। সরকারী সংস্থাগুলোর মধ্যে রয়েছে শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট। মেলা চলবে ৩১ মে পর্যন্ত এবং প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন এ সময়সীমা হবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। শনিবার থেকে সপ্তবর্ণা নাট্যোৎসব ॥ নাট্যচক্রের আয়োজনে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ২৮ মে শনিবার থেকে শুরু হচ্ছে দলের সহসভাপতি গোলাম সারোয়ারের নির্দেশিত সাত নাটক নিয়ে সপ্তবর্ণা নাট্যোৎসব। সপ্তাহব্যাপী এ নাট্যোৎসবে মঞ্চস্থ হবে শিল্পকলা একাডেমি ও জাপান দূতাবাসের ‘একশ বস্তা চাল’, ঢাকা থিয়েটার মঞ্চের ‘ঘরজামাই’, নান্দনিক নাট্য সম্প্রদায়ের ‘ক্লিওপেট্রা’, উত্তরা কালচারাল সোসাইটির ‘বিবাহ প্রস্তাব’, নাট্যবেদের ‘কমলাকান্ত’, পদাতিক নাট্য সংসদের ‘কালের যাত্রা’ এবং নাট্যচক্রের ‘ভদ্দরনোক’। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাট্যচক্রের সভাপতি ম. হামিদ।
×