ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উন্মাদনায় রাশ টানল কলকাতা

প্রকাশিত: ০৫:৫২, ২৬ মে ২০১৬

উন্মাদনায় রাশ টানল কলকাতা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদের কাছে লড়াইটা ছিল সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) বুধবার কলকাতা নাইট রাইডার্স-সানরাইজার্স হায়দরাবাদ ‘এলিমিনেটর’ ম্যাচ দেখতে কার্যত অধীর অপেক্ষায় ছিল গোটা বাংলাদেশ। তাতে রাশ টানে ‘বেরসিক’ কলাকাতা ম্যানেজমেন্ট। একাদশেই যে জায়গা হলো না সাকিবের! টস জিতে অধিনায়ক গৌতম গাম্ভীরের বোলিং নেয়ার সিদ্ধান্ত ভুল না ঠিক সময়ই তার জবাব দেবে। তবে ফাইনালের আশা বাঁচিয়ে রাখার মিশনে শুরুটা মন্দ হয়নি কলকাতার। দ্বিতীয় ওভারেই শিখর ধাওয়ানকে (১০) বোল্ড করে সাজঘরে ফেরান মরনে মরকেল। রাতে এ রিপোর্ট লেখার সময় ১০ ওভারে হায়দরাবাদের সংগ্রহ ৩ উইকেটে ৭১। অধিনায়ক ডেভিড ওয়ার্নার (২৮) ও ময়েস হেনরিকস (৩১) রান করে পরপর দুই বলে কুলদিপ যাদবের বলে আউট হন । আইপিএলের এটি নবম আসর। এ নিয়ে ধুন্ধুমার আয়োজনে ষষ্ঠবারের মতো অংশ নিচ্ছেন সাকিব। বলিউড বস্ শাহরুখ খানের মালিকানাধীন ফ্রাঞ্চাইজিটি যে দু’বার (২০১২, ২০১৪) শিরোপার স্বাদ পেয়েছে, তাতে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ অবদান টাইগার অলরাউন্ডারের। অথচ এবারের আইপিএলে কী যে খেললেন সাকিব! ৭ ইনিংস ব্যাট হাতে করেছেন মোটে ১১৪ রান। হাফ সেঞ্চুরি ১টি। ১০ ম্যাচে উইকেট ৫টি। ক্রিকেট বিশ্বের আলোচিত, অন্যতম সফল তারকার পারফর্মেন্স দেখুনÑ ০/১৮. ০/২৮ ও ১১, ১/১৪ ও ৩, ৬ ও ১/৩০, ০/২১, ৬৬* ও ১/৩৮, ১/২১, ১৮* ও ০/৩৯, ৩, ৭ ও ১/৩৪! আইপিএলের মতো ধুরন্ধর আসরে এটা কোন পারফর্মেন্স হলো? কাল একাদশে জায়গা না হওয়ায় কলকাতার এক সমর্থক ক্ষুব্ধ হয়ে টুইট করেন, ‘সাকিবের পরিবর্তে কলিন মুনরো কেন?’। তাতে একজনের পাল্টা যুক্তি, শেষদিকের ওভারগুলোয়, বিশেষ করে পেস বোলারদের বিপক্ষে তার ব্যাটিং একদম ভাল নয়। পুরোপুরি সত্য। সার্বিক বিচারে সাকিবের চেয়ে যোজন এগিয়ে মুস্তাফিজ। দুরন্ত বোলিংয়ে আলো ছড়িয়ে গোটা ক্রিকেটবিশ্ব মাতিয়ে চলেছেন। ব্যক্তিগত নৈপুণ্যেও অগ্রজ তারকাকে টেক্কা দিয়েছেন কাটার-মাস্টার। লীগ পর্বে হায়দরাবাদে প্রথম দেখায় সাকিবকে ব্যাট হাতেই নামতে হয়নি। ফলে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের সাকিব-মুস্তাফিজের ব্যাট-বলের লড়াই দেখা হয়নি। তবে শেষ ম্যাচে মুখোমুখি হয় দুই ‘টাইগার’ তারকা। ‘দ্য ফিজ’ মুস্তাফিজের ৬ বল মোকাবেলায় সাকিব করেন মাত্র ৪ রান! সেটি ইনিংসে একেবারে শেষ পর্যায়েÑ ১৭ ও ১৯তম ওভারে, যখন দলের চাওয়া থাকে ঝড়োব্যাটিং। ফলে ব্যক্তিগত লড়াইয়ে এগিয়ে থাকবেন মুস্তাফিজই। সাকিব আলো ছড়াতে ব্যর্থ হলেও ওই ম্যাচ জিতেই শেষ চারে ওঠে কলকাতা।
×