ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেতন বন্ধ রাখার ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল

প্রকাশিত: ০৪:৪৪, ২৬ মে ২০১৬

বেতন বন্ধ রাখার ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রেলের পূর্বাঞ্চলে সরকারী নিয়োগবিধিমালা উপেক্ষা করে স্থায়ী পদে কর্মরত ও পদোন্নতিপ্রাপ্তদের ৬ মাস বেতন বন্ধ রাখাকে অমানবিক বলে আখ্যায়িত করেছে প্রশাসনিক ট্রাইব্যুনাল-১। বুধবার জনাকীর্ণ আদালতে রেলের আইনজীবীর এক মাসের সময় আবেদনের প্রেক্ষিতে আদালত তিন সপ্তাহ সময় মঞ্জুর করেন। এই সময়ের মধ্যে রেলের আইনজীবীকে অমানবিক কার্যক্রমের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ঢাকার আবদুল গনি রোডের প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এ মামলার শুনানিতে রেলের পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট শফিকুল ইসলাম ও ভুক্তভোগী ১২ রেল কর্মচারীর পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার সাইদুল ইসলাম খান। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও অর্থ মন্ত্রণালয়ের সচিবের পক্ষে কোন কৌঁসুলি ছিল না বলে জানিয়েছেন মামলার বাদীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, রেল মন্ত্রণালয়ের সচিব ও রেলের ডিজিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ১২ কর্মচারী। বুধবার ছিল শুনানির দিন। এর আগে প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর আদালত থেকে বিবাদী পক্ষকে ২৫ মে সকাল ১০টার মধ্যে এসব কর্মচারীর পদোন্নতির আদেশ বাতিলের বিষয়ে লিখিত জবাব দাখিলের জন্য নির্দেশ দেয়া হয় রেজিস্ট্রারের পক্ষ থেকে। কিন্তু বিবাদীপক্ষের কৌঁসুলি বুধবার লিখিত জবাব দাখিল না করে একমাসের সময় প্রার্থনা করেন। ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর সদরের মোবারককাঠি গ্রামের হোসেন আলীকে ডিবি পুলিশ পরিচয়ে কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে অপহরণ করা হয়েছে। এ বিষয়ে ডিবি অফিসে খোঁজ করে তার সন্ধান পাওয়া যায়নি। ডিবি পরিচয়ে অপরিচিত ব্যক্তিরা হোসেনকে অপহরণ করে নিয়ে গুম করে দিতে পারে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। হোসেনকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তারা। বুধবার দুপুরে যশোর প্রেসক্লাব সংবাদ সম্মেলন হোসেনের পরিবার এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তার ভাই জামান হোসেন বলেন, তার ভাই হোসেন আলী যশোর এমএম কলেজ থেকে মাস্টার্স শেষ করে কুমিল্লায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। শনিবার বিকেলে হোসেন আলী পরিচিত একব্যক্তির ফোন পেয়ে বাইসাইকেলযোগে বাড়ি থেকে যশোর কেন্দ্রীয় বাসটার্মিনালের উদ্দেশে রওনা দেয়। এরপর বাইসাইকেলটি বিআরটিসি কাউন্টারে রেখে যায়। সন্ধ্যা ছয়টার পর বিআরটিসি কাউন্টারের পূর্বপরিচিত একব্যক্তি তাদের বাড়িতে ফোন করে জানান, হোসেনকে সাদা পোশাকে একটি প্রাইভেটকারে অপরিচিত ব্যক্তিরা ডিবি পুলিশ পরিচয়ে উঠিয়ে নিয়ে গেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অপহৃত হোসেনের পিতা আরব আলী, মনু মেম্বার, আহসান উল্লাহ ময়না, মোরশেদ আলম, কামাল হোসেন, ওসমান গণি প্রমুখ। ভেজাল রোধ দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আসন্ন পবিত্র রমজান মাসে নিরাপদ খাদ্যসামগ্রী নিশ্চিত ও ভেজাল খাদ্য প্রতিরোধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। এ কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় বাংলাদেশ কনজ্যুমার রাইটস সোসাইটি। এতে বিভিন্ন সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও পেশাজীবীরা অংশ নেন। বুধবার বেলা ১০টা থেকে ঘণ্টাব্যাপী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সামবেশ থেকে বক্তারা রোজার আগেই নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভেজালবিরোধী ও খোলা স্থানে ইফতার সামগ্রী বিক্রি বন্ধে অভিযান চালানোর দাবি জানানো হয়। অন্যথায় রাজশাহীতে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জামাত খানের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন পরিষদের সভাপতি লিয়াকত আলী, আসক ফাউন্ডেশনের রাজশাহী নগর সভাপতি ও মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বাংলাদেশ কনজ্যুমার রাইটস সোসাইটি রাজশাহী শাখার সাধারণ সম্পাদক আইয়ুব আলী তালুকদার, ওয়ার্কার্স পার্টির নগর সদস্য এ্যাডভোকেট এনতাজুল হক বাবু, রাবির অধ্যাপক ড. হেমায়েতুল ইসলাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী নগর শাখার আহ্বায়ক মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন প্রমুখ। নরসিংদীতে ধর্ষকের ফাঁসি নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ২৫ মে ॥ রাহিমা বেগম নামে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করার দায়ে কিরন মিয়াকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহাম্মদ আদালতে এ রায় প্রদান করেন। উল্লেখ্য, মনোহরদী উপজেলার কাহেতেরগাঁও গ্রামের আবদুল আউয়ালের কন্যা রাহিমা বেগম ২০১৫ সালের ৩ জানুয়ারি রাতে পার্শ্ববর্তী হাতিম মিয়ার ঘরে টিভি দেখতে যায়। রাত অনুমান সাড়ে ৮টায় একই বাড়ির মামুন মিয়ার পুত্র জাফর ও মোবারকের মেয়ে সীমার সঙ্গে যার যার বাড়ি যাবার উদ্দেশে বের হয়। জাফর ও সীমা নিজ ঘরে ফিরলেও রাহিমা নিজ ঘরে ফেরেনি। পরেরদিন সকাল ৭টায় তার নিজ বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত জমিতে গলায় ওড়না পেঁচানো ও পরনের সেলোয়ার খোলা এবং যৌনাঙ্গের আশপাশে রক্তের দাগসহ রাহিমার লাশ পাওয়া যায়। ঢাকা বিভাগে শ্রেষ্ঠ শেখ হাসিনা উইমেন্স কলেজ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২৫ মে ॥ বুধবার ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে কালকিনি উপজেলার ডাসারের সরকারী শেখ হাসিনা একাডেমী এ্যান্ড উইমেন্স কলেজ এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত কার্যক্রম উপজেলা পর্যায়ে শুরু হয় ১৩ মে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। সেখানে সরকারী শেখ হাসিনা একাডেমী এ্যান্ড উইমেন্স কলেজ ১০টি বিষয়ে প্রথম স্থান দখল করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। আর ১৫ মে জেলা পর্যায়ে ১২টি ইভেন্টে প্রতিযোগিতা করে সেখানেও জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। এরপর বুধবার ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ট নির্বাচিত হয় এই কলেজটি। ঝালকাঠিতে হামলা ॥ আহত চার নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৫ মে ॥ সদর উপজেলার বৈদারাপুর গ্রামে আলী আজিমের বাড়িতে দুর্বৃত্তের হামলায় চারজন গুরুতর আহত হয়েছে। হামলাকারী দুর্বৃত্তরা লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে। আহতদের মধ্যে মনিরা বেগম ও সফিকুন্নেছাকে বরিশাল শেবাচিম হাসপাতালে এবং নয়ন ও তার স্বামী নাছির উদ্দিনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৩টায় প্রতিবেশী হারুন, হানু, হৃদয়, কামালসহ ৭/৮ জন ঘরে ঢুকে এলোপাথাড়ি কুপিয়ে এদের আহত করে। জমি-জমা নিয়ে প্রতিবেশী হারুনদের সঙ্গে বিরোধের সূত্র ধরে এই ঘটনা ঘটে। অপরদিকে পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে মানিক মুন্সির বাড়িতে হামলা চালিয়ে মানিক মুন্সিসহ তার প্রতিবন্ধী ছেলে ইমাম হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহত বাবা-ছেলেকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমি-জমা নিয়ে বিরোধের সূত্র ধরে প্রতিবেশী তানসেন হাওলাদার, আনোয়ার হোসেন, হালিমা বেগম এই হামলা চালায়। এ বিষয়ে ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সম্মেলন শুরু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ এ স্লোগানে এগিয়ে চলা দেশের সর্ববৃহৎ শিশু কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির দুই দিনব্যাপী সম্মেলন আজ বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে। বিকেল ৩টায় মওলানা ইসলামাবাদী মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হবে খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির কাউন্সিল। কাল শুক্রবার মুসলিম ইনস্টিটিউট হলে মহানগর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিকেল ৩টায় সম্মেলন উদ্বোধন করবেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার। প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। খেলাঘর সম্মেলনে প্রধান আলোচক থাকবেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম, খেলাঘর কেন্দ্রীয় সভাপতিম-লীর সদস্য প্রণয় সাহা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু।
×