ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিশু অপহরণের দায়ে নারীর ১৪ বছরের জেল

প্রকাশিত: ০৪:৪৪, ২৬ মে ২০১৬

শিশু অপহরণের দায়ে নারীর ১৪ বছরের জেল

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৫ মে ॥ নারী নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালত-১ শিশু অপহরণের দায়ে কানিজ ফাতেমা লিমা নামের স্বামী পরিত্যক্ত নারীকে ১৪ বছরের সশ্রম কারাদ- প্রদান করেছে। এই আদালতের বিচারক মোঃ শফিকুল করিম বুধবার আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন এবং এই মামলায় অন্য সাত আসামিকে খালাস প্রদান করেন। কানিজ ফাতেমা লিমা ঝালকাঠি শহরের পুরাতন কলাবাগান এলাকার মৃত তছলিম উদ্দিনের কন্যা। নতুন কলাবাগান এলাকার আলমগীর হোসেনের শিশুপুত্র আরাফাতকে (৭) গত ২০১২ সালের ৪ ডিসেম্বর সকাল ১০টায় অপহরণ করে। বিকেলে কানিজ ফাতেমা লিমার বাড়ির ছাদ থেকে আরাফাতকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। বিদ্যুতস্পৃষ্টে পিতা পুত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ২৫ মে ॥ চরফ্যাশনের এওয়াজপুরে বুধবার বিকেল ৩টায় বাবা-ছেলে আবুল কালাম (৪৫) ও ইলিয়াছ নাগরের বিদ্যুতস্পৃষ্টে মৃত্যু (৮) হয়েছে। জানা যায়, বিলের মধ্যে পানিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তার তুলতে গিয়ে আবুল কালাম বিদ্যুতস্পৃষ্ট হয়। এ সময় ছেলে নাগর তাকে উদ্ধার করতে গিয়ে সেও বিদ্যুতস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ আজ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সাক্ষী না আসায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি। বুধবার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গৌছসহ কয়েকজন আসামিকে আদালতে হাজির করা হয়। কিন্তু সাক্ষী হাজির না হওয়ায় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্যগ্রহণের তারিখ আজ বৃহস্পতিবার নির্ধারণ করেন। শেরপুরে ঢামেক সার্জনের জামিন নামঞ্জুর নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৫ মে ॥ ভুল চিকিৎসায় গৃহবধূর স্তন কর্তনের মামলায় গ্রেফতার হাজতী আসামি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) এর বার্ন ও সার্জারি বিভাগের চিকিৎসক শরীফুল ইসলাম শরীফের জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। বুধবার দুপুরে তৃতীয় দিনের মতো উভয় পক্ষের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াস তা নামঞ্জুর করেন। চিকিৎসক শরীফের জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত অঙ্গনে উপস্থিত জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মীসহ নারী ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। শ্রমিক নিহত ॥ পুলিশ জনতা সংঘর্ষ, আহত ২০ সড়ক দুর্ঘটনা নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৫ মে ॥ বাস চাপায় মিল শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় শ্রমিক- পুলিশ সংঘর্ষে চার পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়। পুলিশ একজনকে আটক করে। জানা যায়, কাঁঠালীস্থ ইকরাম সোয়েটারের সামনে বুধবার সকাল ৮ টার দিকে শ্যামলী বাংলা পরিবহনের যাত্রীবাহী বাস জিয়াউল হক জিয়া নামের মিল শ্রমিককে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি ভাংচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। চালক নিহত নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে বুধবার সকালে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক (৪১) নিহত হয়েছে। শিশু স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, রাজশাহী নগরীতে ট্রাক্টরের ধাক্কায় ঐশী নামের ৯ বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নগরীর শাহ মখদুম থানার সামনে এ ঘটনা ঘটে। নিহত ঐশী ওই এলাকার আরিফুল আজাদের মেয়ে। স্থানীয়রা জানান, বুধবার ঐশী বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়েছিল। ওই সময় ট্রাক্টর দ্রুত গতিতে যাওয়ার সময় তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে গুরুতর আহত হয় সে।
×