ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে মসজিদের খাদেমের ওপর হামলা

প্রকাশিত: ০৪:৪৩, ২৬ মে ২০১৬

না’গঞ্জে মসজিদের খাদেমের ওপর হামলা

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৫ মে ॥ চাষাঢ়ায় প্রেস ক্লাবের পাশে নূর মসজিদের খাদেম ক্বারী মোঃ ইব্রাহিমকে (৪২) পিটিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে মসজিদ কমপ্লেক্সের ভেতরে তার কক্ষে ঘুমন্ত অবস্থায় তার উপর হামলা চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় মামলা হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন আহত ইব্রাহিম জানান, তিন যুবক তার ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার উপর হামলা চালায়। তারা তার মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তার কক্ষের দরজায় তালা লাগিয়ে চলে যাওয়ার সময় তিনি চিৎকার করেন। এ সময় বাইরে থাকা নাইটগার্ডকে ডাকেন। পরে দুর্বৃত্তরা নাইট গার্ডকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে যায়। শিশুকে ধর্ষণের চেষ্টা ॥ পাষ- আটক স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কাঠ ব্যবসায়ী ফারুক হোসেনকে (২৫) মঙ্গলবার রাতে পুলিশ আটক করেছে। ঘটনাটি ঘটে কিশোরীগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের দলিরাম গ্রামে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। পুলিশ আটক ব্যক্তিকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। অভিযোগ মতে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে কাঠ ব্যবসায়ী ফারুক হোসেন গাড়াগ্রাম ইউনিয়নের দলিরাম গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে গাছ কিনতে যায়। সে সময় ফারুক হোসেন ও তার স্ত্রী দুলালী বেগম বাড়িতে ছিল না। সে সময় বাড়িতে তাদের মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে একা পেয়ে ওই কাঠ ব্যবসায়ী ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটি চিৎকারে লোকজন ছুটে এসে কাঠ ব্যবসায়ীকে আটক করে। অল্পের জন্য রক্ষা পেল অর্ধশত যাত্রী স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বেসরকারী বিমান ইউএস বাংলা। ৩০ মিনিট বরিশালের আকাশে অবস্থান করে পুনরায় ঢাকা বিমানবন্দরে ফিরে যায় যাত্রীবাহী বিমানটি। কিন্তু সেখানেও অবতরণ করতে না পারায় অবশেষে চট্টগ্রাম বিমানবন্দরে বিমানটি অবতরণ করতে সক্ষম হয়। ফলে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বরিশালের জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামানসহ বিমানের অর্ধশত যাত্রী। দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে অবশেষে বুধবার সকাল আটটায় চট্টগ্রাম থেকে যাত্রীদের নিয়ে বিমানটি বরিশালে এসে পৌঁছেছে। অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৫ মে ॥ কুমিল্লায় আবুল কাসেম টুটুল নামে তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে মহানগরীর বাগিচাগাঁও ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ১টি বিদেশী রিভলবার, একটি পিস্তল, ১৬ রাউন্ড গুলি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। সে জেলার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের মুড়িহারা গ্রামের আবুল হাসেম মেম্বারের ছেলে। আইলার ছবি নিয়ে প্রদর্শনী স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ৭ বছর আগে খুলনা অঞ্চলে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আইলার তৎকালীন ও বর্তমান সময়ের তোলা ছবি নিয়ে বুধবার খুলনা প্রেসক্লাবে দিনব্যাপী এক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। হিউম্যানিটি ওয়াচ আয়োজিত এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরাঙ্গ নন্দী, মামুন রেজা, এস এম জাহিদ হোসেন, শরিফুল ইসলাম সেলিম। স্মৃতিস্তম্ভ উদ্বোধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তীতে বুধবার দুপুরে রংপুরের মুলাটোলে কবির ছবিসহ নবনির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম।
×