ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রার্থীর সমর্থককে হত্যা

প্রকাশিত: ০৪:৪২, ২৬ মে ২০১৬

প্রার্থীর সমর্থককে হত্যা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৫ মে ॥ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই ব্যক্তির নাম আবুল কালাম (৫০)। পাবনা সদর থানার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারের নির্বাচনী কার্যালয়ে মঙ্গলবার রাত সোয়া ৮টায় এ হত্যাকা- ঘটেছে। পুলিশ জানায়, সাদুল্লাপুর ইউপিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রইচ উদ্দিন দলীয় মনোনয়ন পান। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ কুদ্দুস মুন্সী স্বতন্ত্রপ্রার্থী। নির্বাচনকে ঘিরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। এরই জের ধরে মঙ্গলবার রাতে ৪০-৫০ সশস্ত্র ব্যক্তি শ্রীপুর বাজারে স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা স্বতন্ত্রপ্রার্থীর কর্মী আবুল কালামকে এ সময় কুপিয়ে ও গুলি করে হত্যা করাসহ ৪-৫টি মোটরসাইকেল ও নির্বাচন কার্যালয় ভাংচুর করে। এ ব্যাপারে স্বতন্ত্রপ্রার্থী আব্দুল কুদ্দুস মুন্সী দাবি করেছেন, চেয়ারম্যান প্রার্থী রইচ উদ্দিনের নেতৃত্বে এ হত্যাকা- ঘটেছে। দাউদকান্দিতে আহত ১০ নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি থেকে জানান ॥ কুমিল্লার দাউদকান্দিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে দাউদকান্দি উপজেলার মোঃপুর ইউনিয়নের মোঃপুর গ্রামে আওয়ামী লীগ প্রার্থী দুলাল আহম্মদের সমর্থকদের ওপর বিএনপির একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত ও আ’লীগ প্রার্থীর দুটি মাইক্রোবাস ভাংচুর করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার রাতে আ’লীগ প্রার্থী দুলাল আহম্মদের সমর্থকরা প্রচার শেষ করে আসার পথে বিএনপি প্রার্থী দাউদকান্দির টপ টেরর মজিব বাহিনীর নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসী মজিব বাহিনীর সন্ত্রসীরা ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় লোকজন ছোটাছুটি করতে থাকে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাসী মজিব বাহিনীর লোকজন প্রকাশ্যে রামদা ও আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকার ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে এবং নৌকার মার্কার প্রার্থী দুলাল আহম্মদকে প্রাণনাশের হুমকি দিয়ে বেড়াচ্ছে। ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে মোঃপুর পশ্চিম ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মজিবুর রহমান পাল্টা অভিযোগে জানান, আ’লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী মোঃ দুলাল আহম্মদ অস্ত্রশস্ত্রসহ তার দলবল, ছাত্রলীগ ও যুবলীগ এবং ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে তারা আমার ছেলে শওকত হোসেনকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় লোকজন ছুটে এলে তারা ২০/২৫ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর সহযোগিতায় দুটি গাড়িসহ ২ জনকে আটক করে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃত ২ ব্যক্তি গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সন্ত্রাসী হামলায় আ’লীগ প্রার্থীর প্রচারে ব্যবহৃত ফেলে রেখে যাওয়া ২টি গাড়ি নোয়া বক্সি এবং মাইক্রো হাইছ টিআরএ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো তিতাস উপজেলার হাড়াইকান্দি সাহেববাড়ী গ্রামের সন্ত্রাসী মনির হোসেন লিটন তিতাস উপজেলার কৃষক লীগের সদস্য মোঃ শাহআলম হত্যা মামলার ১নং আসামি ও দাউদকান্দি উপজেলার স্বল্প পেন্নাই গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে শাহাদাত হোসেন মামুন। মুন্সীগঞ্জে গুলিবিদ্ধসহ আহত ১০ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে নির্বাচনকে সামনে রেখে বুধবার সকালে মহেশপুরে বিবদমান আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন শফিকুল দেওয়ান, শাহজাহান ব্যাপারী, পাভেল দেওয়ান, শুক্কুর, সজিব বাশার দেওয়ান। এদের মধ্যে শফিকুল দেওয়ান ও শুক্কুরকে গুরুতর আহতাবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ২৮ মে এখানে ইউপি নির্বাচন হবার কথা রয়েছে। নড়াইলে প্রতীকে আগুন নিজস্ব সংবাদদাতা, নড়াইল থেকে জানান, বুধবার সকালে মল্লিকপুর ইউপির পারমল্লিকপুর গ্রামে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন প্রতিপক্ষের কাজ করায় জলিল শেখ এবং একই ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জিন্নাত শেখকে মারপিট করেছে। মঙ্গলবার রাতে মল্লিকপুর ইউপির পাঁচুড়িয়া বাজার সংলগ্ন আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) শাহিদুর রহমান শহীদের নির্বাচনী অফিসে এবং ইতনা ইউপির দক্ষিণ পাংখারচরের চরপাড়া গ্রামে আওয়ামী লীগের প্রার্থী শেখ সিহানুক রহমানের নৌকা প্রতীকে অগ্নিসংযোগ করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থী শাহিদুর রহমান শহীদ ও শেখ সিহানুক রহমান অভিযোগ করেন, আমাদের জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষরা আমাদের অফিস ও প্রতীকে অগ্নিসংযোগ করেছে। এদিকে মঙ্গলবার রাতে কালিয়ার সালামাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এসএম নাজমুল হক প্রিন্সের জয়পুর মোড়ের নির্বাচনী অফিস দখলে নিয়ে প্রতিপক্ষ শামীম আহম্মেদ ও তার সমর্থকরা কয়েক রাউন্ড গুলিবর্ষণ। এ সময় এসএম নাজমুল হক প্রিন্সের সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাজমুল হক প্রিন্স অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থী শামীম আহম্মেদ ও তার সমর্থকরা রামদা, লাঠি, হাতুড়িসহ নানা অস্ত্রশস্ত্র নিয়ে তার সমর্থকদের গালিগালাজ করে মারপিট, হাতুড়িপেটা করে মারাত্মক জখম করে এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। লোহাগড়া উপজেলার তিনটি স্থানে নৌকা প্রতীক দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভালুকায় ৮ নেতাকর্মীকে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ থেকে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৮ নেতাকর্মীকে বহিষ্কার করেছে উপজেলা আ’লীগ। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বুধবার দুপুরে উপজেলা আ’লীগ কার্যালয়ে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথ সাংবাদিক সম্মেলনে এ বহিষ্কারের কথা জানানো হয়। দলীয় সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়া এবং প্রার্থীর পক্ষে গণসংযোগ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আট নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। নাটোরে হামলা নিজস্ব সংবাদদাতা, নাটোর থেকে জানান, সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী প্রদীপ কুমার সরকারের ওপর হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাকের সমর্থকরা। এ ঘটনায় ৫জন আহত হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার ছাতারদিঘী বাজারে এই ঘটনা ঘটে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন ও এলাকাবাসী জানায়, সিংড়ার ছাতারদিঘী ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী প্রদীপ কুমার সরকার তার নির্বাচনী এলাকায় প্রচার চালাচ্ছিলেন। এ সময় ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক ও তার সমর্থকরাও প্রচার করছিল। প্রচারকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা অতর্কিতে প্রদীপ কুমার সরকারের প্রচারে হামলা চালায়। প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যান প্রার্থী প্রদীপ কুমার সরকার পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নিলেও তার ৫সমর্থক গুরুতর আহত হন। ধামরাইয়ে ১৪ জন জখম নিজস্ব সংবাদদাতা, সাভার থেকে জানান, ধামরাইয়ে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগের এককর্মীকে কুপিয়ে ও ১৩ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে উপজেলার সুয়াপুর ইউনিয়নের রৌহা ফুলতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জানা গেছে, আসন্ন ধামরাই উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এদিন দুপুরে সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় প্রার্থী হাফিজুর রহমান সোহরাবের পক্ষে রৌহা ফুলতলা বাজারে প্রচার চালাতে যায় দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দুর্বৃত্তরা তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে যুবলীগ কর্মী সেলিমকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তাকে বাঁচাতে গেলে অন্তত ১৩ জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। অস্ত্রসহ প্রচারকর্মী আটক স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, সিলেটের ওসমানীনগরে একটি আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড গুলি, একটি অটোরিক্সাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি আসন্ন ইউনিয়ন নির্বাচনে স্থানীয় এক চেয়ারম্যান প্রার্থীর প্রচারকর্মী ও অটোরিক্সাচালক। জানা যায়, পুলিশ মঙ্গলবার রাত আড়াইটায় উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের মোতিয়ারগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় একটি রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ একটি নির্বাচনী অটোরিক্সা ও চালককে আটক করে।
×