ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় চাল পাচ্ছে না ৬১ মৎস্যজীবী পরিবার

প্রকাশিত: ০৪:৪০, ২৬ মে ২০১৬

কলাপাড়ায় চাল পাচ্ছে না ৬১ মৎস্যজীবী পরিবার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৫ মে ॥ সংরক্ষিত আসনের মেম্বার ঝুমা বেগম এবং সাধারণ আসনের মেম্বার জাকির হোসেনের মধ্যে স্লিপ বিতরণের বিরোধকে কেন্দ্র করে ৬১ জেলে পরিবার সরকারপ্রদত্ত বিশেষ ভিজিএফের চাল নিতে পারছে না। ফলে এসব দরিদ্র জেলে পরিবারের লোকজন সোমবার থেকে প্রতিদিন ইউনিয়ন পরিষদে চালের জন্য গিয়ে ফিরে আসছেন খালি হাতে। মহিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সর্বশেষ বুধবার এসব জেলে পরিবারকে চাল দেয়ার কথা থাকলেও দেয়া হয়নি। উল্টো মহিলা মেম্বার তাকে দেখিয়ে দেয়ার হুমকি দিয়েছেন বলে জাকির হোসেনের অভিযোগ। জাকির জানান, চাল বিতরণের স্লিপ তার দেয়ার কথা থাকলেও তাকে স্লিপ দিতে দেয়া হয়নি। মহিলা মেম্বার ঝুমা বেগম তার নির্বাচনী ওয়ার্ডের সব স্লিপ বিতরণ করেছেন। ওই স্লিপ বাদ দিয়ে জাকির হোসেন ফের নিজের সই ও সিল ব্যবহৃত স্লিপ বাড়ি বাড়ি গিয়ে ৬১ পরিবারকে প্রদান করেন। এমন বিরোধের কারণে জেলেরা ভিজিএফের চাল উত্তোলন করতে পারেননি। জাকির হোসেন আরও জানান, তার ওয়ার্ডের মোয়াজ্জেমপুর ও মনোহরপুর গ্রামের জেলেরা তার দেয়া স্লিপ নিয়ে গেলে বুধবারও চাল দেয়া হয়নি। মেম্বার জাকির হোসেন জানান, তাকে পরিষদের কোন কাজ করতে দেয়া হচ্ছে না। বর্তমানে এই দুই মেম্বারের বিরোধের কারণে ৬১ জেলে পরিবার তাদের বিশেষ ভিজিএফের চাল পাচ্ছেন না। জেলে আলমগীর জানান, তিন দিন গিয়ে ফেরত এসেছেন। চাল না পেয়ে তিনি ত্যক্ত-বিরক্ত মনোভাব প্রকাশ করেন। তিনি এ ঘটনার জন্য মহিলা মেম্বারকে দায়ী করেছেন। মহিলা মেম্বার ঝুমা বেগম জানান, আমি কিছু জানি না; চেয়ারম্যান সাহেব জানেন। আর হুমকির বিষয়টি অস্বীকার করেন। বিশ্বব্যাংক-এনইউ’র যৌথ সভা মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ১৩০ মিলিয়ন অর্থ ব্যয়ে কলেজ শিক্ষার মানোন্নয়ন বিষয়ক প্রকল্পের আওতায় ১৬ হাজার কলেজ শিক্ষকদের দেশের ভেতরে এবং মাস্টার্স ট্রেনারদের দেশের বাইরে ট্রেনিং সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় যেসব বিষয় ও শিক্ষকদের ট্রেনিং দেয়া হবে তা স্থির করা হয় এবং সিলেকশনের শর্ত ও পদ্ধতি সম্পর্কেও সিদ্ধান্ত হয়। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ নোমান উর রশীদ, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এবং বিশ্বব্যাংকের মোহাম্মদ আসহাবুর রহমান, সিরো নাকাতা, তাসমিনা রহমান এবং নটিংহাম বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়া ক্যাম্পাসের পক্ষ থেকে প্রফেসর ক্রিস্টিন ইউনাউ, প্রফেসর গানাকুমারান সুব্রামানিয়াম, প্রফেসর টনি বুশ ও ড. লুসি বেইলি উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×