ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেমিকো ফার্মাসিউটিক্যালস

নারী শ্রমিকদের বিক্ষোভ ॥ রাতে সিডিউল বাধ্যতামূলক

প্রকাশিত: ০৪:৩৮, ২৬ মে ২০১৬

নারী শ্রমিকদের বিক্ষোভ ॥ রাতে সিডিউল বাধ্যতামূলক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নারী কর্মচারীদের রাতে কাজের সিডিউল বাধ্যতামূলক করার প্রতিবাদে এবং তাদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজশাহীতে কেমিকো ফার্মাসিউটিক্যালসের কর্মচারীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর টিকাপাড়া এলাকায় অবস্থিত ওষুধ কোম্পানিটির স্থানীয় কারখানার নারী শ্রমিকরা এই বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে তারা কোম্পানিটির বিরুদ্ধে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কাছে অভিযোগ দেন। কোম্পানির শ্রমিকরা জানান, প্রতিষ্ঠানটিতে প্রায় ৩৫০ নারী শ্রমিক এবং ১০০ পুরুষ শ্রমিক কর্মরত আছেন। এখানে দৈনিক মাত্র ১০০ টাকা মজুরি ভিত্তিতে নারী শ্রমিকরা কাজ করেন। আর পুরুষরা পান দৈনিক ১৮০ টাকা। এর মধ্যে মাস শেষে বেতন দেয়ার সময় সপ্তাহের ছুটির দিনগুলোর মজুরি কেটে নেয়া হয়। কোন কর্মচারী অসুস্থ হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাদের কোন চিকিৎসা তো দেয়া হয়ই না, বরং অনুপস্থিত থাকলে কেটে নেয়া হয় বেতন। এরই মধ্যে বেতন না বাড়িয়ে শ্রমিকদের কর্মঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। শ্রমিকেরা জানান, ভোর ৬টা থেকে দুপুর ২টা, দুপুর ২টা থেকে রাত ১০টা এবং রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত তিন ভাগে ভাগ হয়ে এখানকার শ্রমিকেরা কাজ করেন। আগে প্রথম দুই শিফটে নারীরা কাজ করতেন। আর রাতের শিফটে কাজ করতেন পুরুষেরা। কিন্তু সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে তিন শিফটেই নারীদের কাজ করার নির্দেশ দেয়া হয়। এতে বিপাকে পড়েন নারীরা। এনিয়ে নারী শ্রমিকদের অসুবিধার কথা চিন্তা করে বুধবার সকালে কর্মচারীরা ওই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (জিএম) ফজলুল হকের সঙ্গে দেখা করে নারীদের রাতের সিফট বাতিলের অনুরোধ করেন। কিন্তু ওই কর্মকর্তা নারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তাদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়ার জন্য নিরাপত্তা প্রহরীকে নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
×