ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা জোরদার করতে যাচ্ছে সুইফট

প্রকাশিত: ০৪:৩৮, ২৬ মে ২০১৬

নিরাপত্তা জোরদার করতে যাচ্ছে সুইফট

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বের বিভিন্ন ব্যাংকে সাইবার আক্রমণ এবং অর্থ চুরির ঘটনার পর নেটওয়ার্কগুলোর নিরাপত্তা জোরদারে নতুন প্রোগ্রাম চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেনে কারিগরি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান-সুইফট। ব্রাসেলসে আগামী কয়েকদিনের মধ্যেই প্রোগ্রাম চালুর জন্য একটি পরিকল্পনা ঘোষণা করার কথা রয়েছে সুইফটের প্রধান নির্বাহী গটফ্রাইড লেইব্র্যান্ডের। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা জানান তিনি। মূলত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে ফিলিপিন্সে পাচার হওয়ার পর পুরো ঘটনার জন্য সুইফটের অসাবধানতাকে দায়ী করা হয়। এ দায় অস্বীকার করলেও নড়েচড়ে বসে ব্রাসেলসভিত্তিক এ প্রতিষ্ঠান। এর আগে ভিয়েতনামের একটি ব্যাংকেও একই কায়দায় অর্থ চুরির চেষ্টা চালায় হ্যাকাররা। কৃষি প্রযুক্তি প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প-২ বাস্তবায়নে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও বিশ্বব্যাংকের ঢাকা অফিসের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় ৮ বছর গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছর মেয়াদে বিশ্বব্যাংক বাংলাদেশের কৃষিতে নতুন প্রযুক্তি সংযোজনের মাধ্যমে প্রান্তিক কৃষকের জীবনদান উন্নয়নে ১৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে। এ অর্থ কৃষি প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ, পণ্য সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ব্যয় করা হবে।
×