ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উত্তরা ব্যাংকে নতুন দুই উপ-ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশিত: ০৪:৩৮, ২৬ মে ২০১৬

উত্তরা ব্যাংকে নতুন দুই উপ-ব্যবস্থাপনা পরিচালক

সম্প্রতি মোঃ আব্দুল কুদ্দুস উত্তরা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পদোন্নতি লাভ করেছেন। এর আগে তিনি একই ব্যাংকে নির্বাহী মহাব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন। আব্দুল কুদ্দুস ১৯৯০ সালে প্রবেশনারী অফিসার হিসাবে উত্তরা ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৬ বছরের কর্মজীবনে তিনি শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সম্প্রতি সুলতান আহমেদ উত্তরা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসোব পদোন্নতি লাভ করেছেন। এর আগে তিনি একই ব্যাংকে নির্বাহী মহাব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন। সুলতান ১৯৮৮ সালে প্রবেশনারী অফিসার হিসাবে উত্তরা ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকের বিভিন্ন জোনের আঞ্চলিক প্রধান এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি কর ফাঁকির অভিযোগে গুগল অফিসে অভিযান গুগলের বিরুদ্ধে ১৮০ কোটি ডলারের কর ফাঁকির অভিযোগ তদন্তে নেমেছে ফ্রান্সের শুল্ক কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির প্যারিস হেডকোয়ার্টারে মঙ্গলবার শতাধিক কর্মকর্তা অভিযান চালিয়েছে। বিবিসি এক খবরে জানিয়েছে, পুলিশের পক্ষ থেকে এ অভিযানের খবর নিশ্চিত করা হয়েছে। তবে এ ব্যাপারে গুগল এখনও মুখ খোলেনি। প্রতিষ্ঠানটি বলছে, আমরা ফ্রান্সের আইন মেনে চলি। অভিযোগ তদন্তের ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরোপুরি সহযোগিতা করছি। কয়েকদিন আগেই গুগল-এ্যাপলের মতো বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যেন কর ফাঁকি দিতে না পারে সে জন্য একটি নতুন পরিকল্পনা হাতে নেয় ইউরোপীয় ইউনিয়ন। গুগল হেডকোয়ার্টারে তল্লাশি এই পরিকল্পনারই অংশ বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। -অর্থনৈতিক রিপোর্টার ক্রেতাদের প্রস্তাব বিবেচনা করছে টাটা স্টিল ব্রিটেনে ট্যালবোট স্টিল কারখানাসহ অন্যান্য কারখানা কেনার জন্য যারা দরপত্র দিয়েছে তাদের বিষয়টি এখন বিবেচনা করছে ভারতের টাটা স্টিল কোম্পানি। গত এক দেড়মাস আগে এ নিয়ে প্রক্রিয়া শুরু হলেও ক্রেতা বিবেচনায় এখনও ঝুলে আছে ইস্যুটি। এ বিষয়ে সম্প্রতি আলোচনা করতে মুম্বাইয়ে অনুষ্ঠিত টাটার বোর্ড মিটিংয়ে যোগ দিয়েছিলেন ব্রিটেনের বিজনেস সেক্রেটারি সাজিদ জাবিদ ও মন্ত্রী পর্যায়ের কারইন জোনস। গত সোমবারই ছিল দরপত্র জমা দেয়ার শেষ দিন। তবে টাটার কারখানা কিনতে কতগুলো দরপত্র জমা পড়েছে- সে ব্যাপারে কিছু জানায়নি কোম্পানিটি। এর আগে গত মে মাসে কর্তৃপক্ষ জানায়, ব্রিটেনের নিউপোর্ট ও রোদারাম সাইটের প্লান্ট কিনতে তাদের কাছে ৭টি আবেদন এসেছে। বুধবার জমাকৃত দরপত্রের একটি শর্টলিস্ট প্রকাশ করার কথা। পোর্ট টালবোট ব্রিটেনের স্টিল খাতের সবচেয়ে বড় কোম্পানি। কিন্তু কোম্পানির ভবিষ্যত এখন ঝুলে আছে এর বিক্রি হওয়া না হওয়ার ওপর। -অর্থনৈতিক রিপোর্টার
×