ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বিতরণ ২৫ ব্যাংকের

দশ মাসে কৃষিঋণ বিতরণ ৮৬ শতাংশ

প্রকাশিত: ০৪:৩৭, ২৬ মে ২০১৬

দশ মাসে কৃষিঋণ বিতরণ ৮৬ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই’১০-এপ্রিল’১১) লক্ষ্যমাত্রার ৮৬ শতাংশেরও বেশি কৃষিঋণ বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৪ হাজার ১২৮ কোটি টাকা। গত বছর এর পরিমাণ ছিল ১২ হাজার ৩৯৯ কোটি টাকা। গেল ১০ মাসে দেশে কার্যরত ৫৬ ব্যাংকের মধ্যে ২৫টি ব্যাংক কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, চলতি ২০১৫-১৬ অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ১৬ হাজার ৪০০ কোটি টাকা। জুলাই-এপ্রিল ১০ মাসে কৃষিঋণ বিতরণ হয়েছে লক্ষ্যমাত্রার প্রায় ৮৬ দশমিক ১৫ শতাংশ অর্থাৎ ১৪ হাজার ১২৮ কোটি ১৫ লাখ টাকা। গত ২০১৪-১৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৫০০ কোটি টাকা। ওই অর্থবছরের ১০ মাসে বিতরণ করা হয়েছিল ১২ হাজার ৩৯৯ কোটি ১৮ লাখ টাকা। অর্থাৎ চলতি বছরে গতবছরের একই সময়ের চেয়ে প্রায় ১৩ দশমিক ৯৪ শতাংশ বিতরণ বেশি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, কৃষিঋণ বিতরণে পরিমাণের সঙ্গে বেড়েছে বিতরণের মান। কৃষকরা ঋণ নিয়ে তা কতটুকু কাজে লাগাতে পারছেন তাও নিশ্চিত করছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে কৃষির উৎপাদন বাড়াতে সহায়ক হচ্ছে। যদিও কিছু কিছু ক্ষেত্রে প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, শস্যঋণ বিতরণ করা হয়েছে ৬ হাজার ৬০৫ কোটি ৪২ লাখ টাকা। এ ঋণ পুরোটাই বিতরণ করা হয়েছে শস্য চাষের ক্ষেত্রে। গত অর্থবছরের একই সময়ে প্রায় ১ হাজার কোটি টাকা কম বিতরণ করা হয়েছিল। অন্যদিকে পশুপালনে গত বছরের একই সময়ের চেয়ে বেড়েছে প্রায় ৪০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে এ সব খাতের ঋণ বিতরণ বৃদ্ধির ফলে কৃষি ও কৃষকের ওপর সরাসরি ইতিবাচক প্রভাব ফেলছে। ঋণ বিতরণের ক্ষেত্রে সেসব বিষয়েই গুরুত্ব দেয়া হচ্ছে। এমনকি বাণিজ্যিক ব্যাংকগুলোকে মোট ঋণের ২ শতাংশ কৃষিঋণ বিতরণে যে নির্দেশ দেয়া আছে সেক্ষেত্রেও কঠোর অবস্থানে আছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে কৃষিঋণ বিতরণে পরিমাণের সঙ্গে মান বৃদ্ধি পেয়েছে। আর খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, অর্থবছরের ১০ মাসে বিদেশী খাতের হাবিব ব্যাংক ৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৩০ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে। সিটি ব্যাংক এনএ ২৫৪ শতাংশের বেশি কৃষিঋণ বিতরণ করেছে। মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ১৭ কোটি টাকা। সিটি ব্যাংক লক্ষ্যমাত্রার ২০৬ শতাংশ বেশি কৃষিঋণ বিতরণ করেছে। টাকার অংকে ১৮০ কোটি টাকা। ইস্টার্ন ব্যাংক লক্ষ্যমাত্রার ১৭৪ শতাংশের মধ্যে কৃষিঋণ বিতরণ করেছে ১৯০ কোটি টাকা। প্রিমিয়ার ব্যাংক ১১০ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার তুলনায় ১৭২ শতাংশের বেশি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কৃষিঋণ বিতরণে লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে শুধু পরিমাণগত অর্জনই নয় বরং বিতরণকৃত কৃষিঋণের গুণগত দিক এবং ঋণের সদ্ব্যবহারের প্রতিও বাংলাদেশ ব্যাংক সমান গুরুত্ব দিচ্ছে। কৃষিঋণ কার্যক্রমকে কার্যকর করে তোলার জন্য তিন স্তরবিশিষ্ট মনিটরিং ব্যবস্থা বর্তমানে চালু রয়েছে।
×