ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তেলের দর পুনর্নির্ধারণে চাঙ্গা শাহজিবাজার সিভিওয়

প্রকাশিত: ০৪:৩৫, ২৬ মে ২০১৬

তেলের দর পুনর্নির্ধারণে চাঙ্গা শাহজিবাজার সিভিওয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্থানীয় রিফাইনারিগুলো থেকে বাড়তি দামে জ্বালানি তেল কিনবে সরকার। এ লক্ষ্যে সব ধরনের জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। যেসব রিফাইনারি স্থানীয় ও আমদানি করা কনডেনসেট (প্রাকৃতিক গ্যাসের উপজাত) পরিশোধন করে তেল উৎপাদন করে থাকে, নতুন মূল্য তালিকা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এদিকে এই তেলের দরবৃদ্ধি খবরে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি যারা এই তেল উৎপাদন করে থাকে সেইগুলোর চাহিদা ও লেনদেন বেড়েছে। দিনটিতে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ারের সর্বোচ্চ ২৪ কোটি টাকার লেনদেন হয়েছে। যদিও কোম্পানির দর এই দিনে কিছুটা কমেছে। তবে অপর কোম্পানি সিভিও পেট্রো কেমিক্যালের দর ও লেনদেন দুটোই বেড়েছে। দিনটিতে ডিএসইতে শাহজিবাজার পাওয়ারের মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৩টি শেয়ার লেনদেন হয়েছে মোট ৪ হাজার ১১১ হাওলায়। যার বাজার মূল্য মোট ২৩ কোটি ৯৪ লাখ টাকা। এছাড়া দিনটিতে সিভিও পেট্রো কেমিক্যালের মোট ৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনটিতে মোট ১ হাজার ৬৭৫ হাওলায় মোট ১ লাখ ৮২ হাজার ২৭০টি শেয়ার লেনদেন হয়েছে। এর আগে মঙ্গলবার জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। বুধবার জ্বালানি তেলের এই নতুন মূল্য হার কার্যকর হয়। প্রকার ভেদে তেলের দাম বাড়ানো হয়েছে সর্বনিম্ন ৩ দশমিক ৬৮ শতাংশ থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত। বর্তমানে দেশে বেসরকারী খাতের ১০টি রিফাইনারি কনডেনসেট থেকে বিভিন্ন ক্যাটাগরির জ্বালানি তেল উৎপাদন করে থাকে। রিফাইনারিগুলোর মধ্যে একটি সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রো কেমিক্যাল। আশা করা যাচ্ছে এই তেলের দরবৃদ্ধি আগামী প্রান্তিকের মুনাফায় প্রতিফলিত হবে। কোম্পানির সার্বিক আয়ও আগের তুলনায় বাড়বে। অন্যটি তালিকাভুক্ত একটি বিদ্যুত কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান পেট্রোম্যাক্স। শাহজিবাজার পাওয়ারের এই সহযোগী প্রতিষ্ঠানের তেলের দরবৃদ্ধির কারণে আগের তুলনায় মুনাফা ৭৩ কোটি টাকা বাড়বে বলে কোম্পানিটি দাবি করেছে।
×