ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন বান কি মুন!

প্রকাশিত: ০৪:১৯, ২৬ মে ২০১৬

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন বান কি মুন!

বান কি মুন বুধবার ৬ দিনের সফরে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন। গুঞ্জন রয়েছে, জাতিসংঘ প্রধান তার নিজ দেশে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার এ সফর এই গুঞ্জনকে উস্কে দিচ্ছে। সফর কর্মসূচীতে রয়েছে, বান দক্ষিণাঞ্চলীয় শহর জিওংজুয়ে জাতিসংঘের উদ্যোগে আয়োজিত এনজিও সম্মেলনসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ করবেন। -এএফপি মস্তিষ্কের বিশ্রাম বিশ্বের সর্বাধিক মোবাইল ফোন ব্যবহারকারী দেশ দক্ষিণ কোরিয়ার মানুষ চলতি সপ্তাহে ৯০ মিনিটের একটি ‘মুক্ত মস্তিষ্ক’ প্রতিযোগিতা পালন করেছে। এই তারা মোবাইল, ইন্টারনেট বা ফোন যে কোন ধরনের ডিজিটাল সামগ্রী ব্যবহার থেকে বিরত ছিল। মস্তিষ্ককে খানিক বিশ্রাম দেয়ার মধ্যে চাপ ও উৎকণ্ঠামুক্ত জীবনযাপনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা ছিল কর্মসূচীটির লক্ষ্য। -এএফপি বাদুড়ের উৎপাতে বাদুড়ের উৎপাতে অতীষ্ঠ হয়ে জরুরী অবস্থা জারি করা হয়েছে অস্ট্রেলিয়ার একটি শহরে। অস্ট্রেলিয়ার নিউ সাউথওয়েলস রাজ্যের ব্যাটম্যানস বে শহরে বাদুড়ের সংখ্যা এমনভাবে বেড়ে গেছে যে স্থানীয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সিডনি দক্ষিণাঞ্চলী সৈকত শহরটি বাদুড়ের সংখ্যা এখন ১ লাখ ছাড়িয়ে গেছে। ফ্লাই ফক্স নামে পরিচিত ধূসর বর্ণের বাদুড় নিয়ন্ত্রণে রাজ্য সরকার ১৮ লাখ মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে। -ওয়েবসাইট
×