ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে তালেবানের নতুন নেতা আখুন্দজাদা

প্রকাশিত: ০৪:১৮, ২৬ মে ২০১৬

আফগানিস্তানে তালেবানের নতুন নেতা আখুন্দজাদা

মোল্লা হায়বাতুল্লাহ আখুন্দজাদাকে আফগান তালেবান গোষ্ঠীর নয়া প্রধান নির্বাচন করা হয়েছে। তিনি মার্কিন ড্রোন হামলায় নিহত মোল্লা আখতার মনসুরের স্থলাভিষিক্ত হলেন। পাকিস্তানের সংবাদপত্র দ্য ডন বলছে, জঙ্গী এই গোষ্ঠীটির একজন মুখপাত্র বুধবার এক বিবৃতি পাঠিয়ে তাদের নতুন নেতার নাম জানিয়েছেন। পাশাপাশি, গোষ্ঠীটির প্রধান মোল্লা আখতার মনসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন বলেও ওই বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। নয়া প্রধান মোল্লা হায়বাতুল্লাহ আখুন্দজাদা তালেবান গোষ্ঠীর সাবেক বিচার বিষয়ক প্রধান এবং তালেবান গোষ্ঠীর দুই উপ-প্রধানের একজন ছিলেন। বিবৃতিতে বলা হয়, তালেবান নেতাদের বৈঠকে তাকে শীর্ষনেতা নির্বাচন করা হয়। ওয়াশিংটন প্রাইমারিতে ট্রাম্প ও হিলারির জয়লাভ হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন প্রাইমারিতে জয়লাভ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ডেমোক্র্যাটিক পার্টি ও ট্রাম্প রিপাবলিকান পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের দলীয় প্রার্থিতা প্রায় নিশ্চিত। মঙ্গলবার ওয়াশিংটন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাইমারিতে হিলারি পেয়েছেন ৭৪ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স পান ৪৬ শতাংশ ভোট। এই অঙ্গরাজ্যে চলতি বছর মার্চে অনুষ্ঠিত ককাসে স্যান্ডার্স ব্যাপক ব্যবধানে হিলারিকে হারিয়েছিলেন। দলীয় প্রার্থিতা নিশ্চিত করার জন্য প্রয়োজন ২,৩৮৩ ডেলিগেট ভোট। হিলারি ইতোমধ্যেই ২,৩০৫ টি ভোট নিশ্চিত করে ফেলেছেন। অন্যদিকে স্যান্ডার্সের ঝুলিতে জমা পড়েছে ১,৫৩৯ টি ভোট। ক্যালিফোর্নিয়াসহ চারটি পাঁচটি অঙ্গরাজ্যে এখনও প্রাইমারি বাকি রয়েছে। ৭ জুন শেষ প্রাইমারি অনুষ্ঠিত হবে। বাকি সবকটি প্রাইমারিতে জিতলেও স্যান্ডার্সের পক্ষে এই ঘাটতি পূরণ করা সম্ভব নয়। অন্যদিকে ওয়াশিংটন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাইমারিতে ট্রাম্প পেয়েছেন ৪০টি ডেলিগেট ভোট। রিপাবলিকান পার্টিতে তার সামনে এখন আর কোন প্রতিদ্বন্দ্বী নেই। দলীয় প্রার্থিতার জন্য প্রয়োজন ১,২৩৭ ডেলিগেট ভোট। ট্রাম্পের বর্তমান স্কোর ১,২২৯। ওয়াশিংটন পোস্ট ও সিএনএন।
×