ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পোকার বিষ্ঠায় সবুজ হয়ে যাচ্ছে তাজমহল

প্রকাশিত: ০৪:১৮, ২৬ মে ২০১৬

পোকার বিষ্ঠায় সবুজ  হয়ে যাচ্ছে তাজমহল

পতঙ্গের হানায় বিপন্ন প্রেমের সৌধ তাজমহলের শুভ্র সমুজ্জ্বল ভাবমূর্তি। এটির রঙ ক্রমেই সবুজ ও কালো হয়ে উঠছে। পরিবেশবিদরা বলেন, নানা পোকামাকড়ের বিষ্ঠা জমে জমে তাজমহলের সাদা মার্বেল অনেকটা সবুজাভ হয়ে উঠেছে। এজন্য তারা যমুনা নদীর দূষণকেও দায়ী করেছেন। খবর গার্ডিয়ান ও বিবিসির। গত কয়েক দশক ধরেই অপরিকল্পিত নগরায়ন ও পরিবেশ দূষণের কারণে সপ্তদশ শতকের দৃষ্টিনন্দন স্থাপত্যকলার অনন্য নিদর্শন হুমকির মুখে রয়েছে। ভারতের প্রতœতাত্ত্বিক জরিপ বিভাগের ভুবন বিক্রম বলেন, কর্মীরা প্রতিদিন মেজে দেয়াল পরিষ্কার করছে। কিন্তু নিয়মিত ঘষামাজার ফলে পুষ্পশোভিত মোজাইক এবং চকচকে মার্বেল পৃষ্ঠের ক্ষতি হবে। স্মৃতিস্তম্ভের দেয়ালগুলোতে ব্যবহৃত মার্বেল প্যানেলের লতাপাতাশোভিত মোটিফ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের উত্তর প্রদেশের আগ্রায় তাজমহলের পেছন দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর দূষিত পানিতে জন্ম নেয়া পোকার দ্বারা সৃষ্ট এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজছে কর্তৃপক্ষ। এই পোকা এক প্রজাতির মাছি, যা দেখতে মশার মতো। এছাড়া নদীর মারাত্মক দূষণও তাজমহলের গায়ের এই সবুজ দাগের কারণ। নদীর পানিতে মাত্রাতিরিক্ত দূষণের কারণে তাজমহলের পেছনটায় শৈবালের পরিমাণ বেড়ে গেছে। একই সঙ্গে বেড়েছে শৈবালভোজী পোকাও। এসব পোকা তাজমহলের শুভ্র দেয়ালের প্রতি আকৃষ্ট হয়ে সেখানে বসছে ও মলত্যাগ করছে শৈবালভোজী এসব পোকার সবুজ মলই তাজমহলের শ্বেতপাথরের সৌন্দর্যহানি ঘটাচ্ছে। আগ্রার সেন্ট জন কলেজের পতঙ্গ বিজ্ঞান বিভাগের প্রধান গিরিশ মহেশ্বরী বলেছেন, নদীর শৈবাল ও কাছের একটি শ্মশানে ছাই এই ধরনের পোকার প্রাথমিক খাদ্য উৎস। ২০০ বছরের পুরনো এই শ্মশানের কাঠ পোড়া ধোঁয়া দীর্ঘদিন ধরে তাজমহলের ক্ষতি করে চলেছে। সম্প্রতি ভারতের হাইকোর্ট এটি হয় সরিয়ে নেয়া অথ বৈদ্যুতিক ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। এছাড়া বায়ু দূষণের কারণে তাজমহলের মার্বেল পাথর হলুদ ও বাদামী রংয়ের হয়ে যাচ্ছে। উত্তর প্রদেশের মুখপাত্র নবনীত সেহগাল বলেছেন, কর্মকর্তাদের তদন্ত করতে বলা হয়েছে যে, হঠাৎ কেন এই পোকার সংখ্যা বেড়ে গেছে এবং কিভাবে তাদেও নিয়ন্ত্রণ করা যায়। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের সমাধি আর স্মৃতিচিহ্ন হিসাবে ভারতের আগ্রায় এই স্থাপত্যটি তৈরি করেন। এটিকে বিশ্বের সপ্তাশ্চর্যের একটি বলে মনে করা হয়।
×