ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিকেলের বৃষ্টিতে ভিজল রাজধানী॥ দেশে আরও দু’দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে

প্রকাশিত: ০৩:১৫, ২৫ মে ২০১৬

বিকেলের বৃষ্টিতে ভিজল রাজধানী॥ দেশে আরও দু’দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে

স্টাফ রিপোর্টার ॥ সকালে থেকেই আলোজ্বলমলে রোদ ছিল রাজধানীতে। তবে বিকেলের বৃষ্টিতে ভিজল রাজধানী। এছাড়াও এদিন সারাদেশের অনেক জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এমনকি দেশে আরও দু’দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। জুনের প্রথমার্ধে সারাদেশে বিস্তারলাভ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু(বর্ষা)। ওই মাসে থাকবে স্বাভাবিক বৃষ্টিপাত। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এক থেকে দু’টি নিম্নচাপ। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবার রাজশাহী, রংপুর, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার ঢাকায় ১৯ মিলিমিটার, ময়মনসিংহে ১৯ মিমি, টাঙ্গাইলে ৬ মিমি, ফরিদপুরে ৫ মিমি, মাদারীপুরে ১৯ মিমি, গোপালগঞ্জে ৪৯ মিমি, নেত্রকোনায় ৪৭ মিমি, সন্দ্বীপে ২৫ মিমি, সীতাকু-ে ১১ মিমি, কুমিল্লায় ১৬ মিমি, চাঁদপুরে ২৭ মিমি, মাইজদীকোর্টে ৫ মিমি, ফেনীতে ২ মিমি, হাতিয়ায় ২ মিমি, কুতুবদিয়ায় ৩৯ মিমি, টেকনাফে ২ মিমি, রাজশাহীতে ১১ মিমি, ঈশ্বরদীতে ৮ মিমি, বগুড়ায় ৪২ মিমি, বদলগাজীতে ১৯ মিমি, তাড়াশে ৬ মিমি, রংপুরে ৪ মিমি, সৈয়দপুরে ৯ মিমি, ডিমলায় ৫ মিমি, খুলনায় ৩১ মিমি, মংলায় ১৭ মিমি, সাতক্ষীরায় ৩ মিমি, যশোরে ১৯ মিমি, চুয়াডাঙ্গায় ১২ মিমি, কুমারখালীতে ১৫ মিমি এবং পটুখালী ও খেপুপাড়ায় ১ মিলিমিটার করে বৃষ্টিপাত হয়েছে। সূত্রটি আরো জানায়, জুনে স্বাভাবিক বৃষ্টিপাত ঢাকায় ৩৫৫ মিলিমিটার, চট্টগ্রামে ৫৮৯ মিমি, সিলেটে ৬৩৪ মিমি, রাজশাহীতে ২৯৯ মিমি, রংপুরে ৩৯৬ মিমি, খুলনায় ২৯৮ মিমি ও বরিশালে ৪৮৩ মিলিমিটার হতে পারে।
×