ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট ॥ ঝড়ে ৪টি ফেরিসহ ভেসে গেছে রো রো ফেরি পন্টুন

প্রকাশিত: ০২:৩৪, ২৫ মে ২০১৬

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট ॥ ঝড়ে ৪টি ফেরিসহ ভেসে গেছে রো রো ফেরি পন্টুন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরি ঘাটের আকষ্মিক ঝড়ে রো রো ফেরি ঘাটের পন্টুন পদ্মায় ভেসে গেছে। এতে বুধবার বিকেল ৪টা থেকে এ ঘাট দিয়ে রো রো ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে অপর দুইটি ঘাট দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া ঝড়ের কারণে এ সময় অন্যান্য ফেরি, লঞ্চ, সিবোট ও ট্রলার চলাচলও বন্ধ হয়ে যায়। বিআইডব্লিউটিসির এজিএম খালেদ নেওজান জানান, বুধবার বিকেল ৪টার দিকে আকষ্মিক ঝড় শুরু হয়। এ সময় শিমুলিয়া ঘাটের ৩নং রো রো ফেরি ঘাটের পন্টুনটি ঝড়ের তোড়ে এর ৭টি ক্যাবেল ছিড়ে পাশের চ্যানেলের চরে নিয়ে যায়। এ সময় পন্টুনটিতে দুটি রো রো ফেরিসহ ৪টি ফেরি নোঙর করা ছিল। রো রো ফেরি শাহ আলীর চালকের বুদ্ধিমত্তার করণে তাৎক্ষনিক ফেরি চালু করে পল্টুনটি সাথে তাল মিলিয়ে চালিয়ে নেওয়ায় এটি বেশী দূরে নিয়ে যেতে পারেনি ঝড়। এ ঘাট দিয়ে রো রো ফেরি লোডিং আনলোডিং বন্ধ হয়ে যাওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে রো রো ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে ঝড় থেমে গেলে বিকেলে ৫টার দিকে রো রো ফেরি ঘাট ছাড়া অপর দুটি ঘাট দিয়ে ফেরি চলাচল শুরু হয়। তিনি আরও জানান পন্টুনটি উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে। ক্যমেলিয়া নামের একটি ফেরিতে করে রেকার নিয়ে পল্টুনের র‌্যামগুলো তুলে তারপর ফেরি ও টাগ বোটের সাহায্যে এটিকে টেনে নিয়ে আসা হবে। অপর দিকে ঝড়ের সময় লঞ্চ, সিবোট ও ট্রলার চলাচল সাময়িক বন্ধ হলেও ঝড়েই পইে তা সচল করা হয়।
×